Medical Students: জানেন পশ্চিমবঙ্গ থেকে বহু পড়ুয়া কেন বাংলাদেশে ডাক্তারি পড়তে যান? জানলে চমকে যাবেন!
MBBS in Bangladesh: বাংলাদেশে সম্প্রতি একটানা কোটা আন্দোলন চলেছে। পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে নামতে দেখা গিয়েছে সে দেশের ছাত্র সমাজের একটি বড় অংশকে। লাগাতার চলা আন্দোলনের জেরে বাংলাদেশের দিকে দিকে অশান্তির আগুন জ্বলে উঠেছিল। সেই পরিস্থিতির মধ্যে পড়ে সেদেশ থেকে অনেক ছাত্রছাত্রীই ফিরে গিয়েছেন নানা দেশে। তেমনই ডাক্তারি পড়তে যাওয়া অনেক ছাত্রছাত্রীই ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে।
Medical Students-Bangladesh: বাংলাদেশে একটানা চলা ছাত্র-পুলিশের সংঘর্ষ আগুনে পরিস্থিতি নিতেই সে দেশ থেকে পশ্চিমবঙ্গ ফিরতে দেখা গিয়েছে বহু মেডিক্যালের পড়ুয়াকে। শহর কলকাতা কিংবা দেশের অন্যত্র একের পর এক নামজাদা সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে (Bangladesh) ডাক্তারি পড়তে যাচ্ছেন রাজ্যের পড়ুয়ারা? এবার জানা গিয়েছে তার আসল কারণ।
Advertisment
ভারতে সরকারি মেডিক্যাল কলেজগুলি ছাড়াও বহু বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ানো হয়। এদেশে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ডাক্তারি পড়ার খরচ আকাশছোঁয়া। কোনও কোনও মেডিক্যাল কলেজে ৫০ থেকে ৬০ লাখ এমনকী কোথাও কোথাও তারও বেশি টাকা নেয়। সেই তুলনায় বাংলাদেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ডাক্তারি পড়ার খরচ অনেক কম। ভারতের হিসেব ধরলে তার অর্ধেকের মতো।
তাই ডাক্তারি পড়তে অনেকেই বাংলাদেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে পশ্চিমবঙ্গ থেকে যান। যদিও বাংলাদেশ যে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ আছে সেগুলির চেয়ে সেখানকার বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার খরচ ১০০ গুণেরও বেশি।
তবে বাংলাদেশ কিংবা ভারতের বাইরে যে কোনও দেশ থেকে ডাক্তারি পড়ে এদেশে এলে অত্যন্ত কঠিন একটি পরীক্ষায় বসতে হয় ছাত্র-ছাত্রীদের। ভীষণ কঠিন এই পরীক্ষার নাম 'এগজিট টেস্ট'। বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক্তারির ডিগ্রি নিয়ে আসা অধিকাংশ পড়ুয়াই সেই টেস্টে উত্তীর্ণ হতে পারেন না। অর্থাৎ বাংলাদেশ কিংবা অন্যান্য দেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে ভারতে এলে এখানে চিকিৎসার সুযোগ সহজেই মেলে না। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সেই কঠিন পরীক্ষায় পাশ করলে তবেই এদেশে ডাক্তারির সুযোগ পাওয়া যায়।
কোটা নিয়ে আন্দোলনের জেরে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকে ধাপে ধাপে সে দেশ থেকে অনেক মেডিক্যালের পড়ুয়া এদেশে ফিরে এসেছেন। শুধু মেডিক্যালের পড়ুয়ারাই নয়, সে দেশে নানা কাজে যাওয়া অনেকেই এপারে ফিরেছেন। যদিও বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকের পথে। সুপ্রিম কোর্ট কোটা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে। রক্তক্ষয়ী টানা ক'দিনের আন্দোলন এখন অতীত। ছন্দে ফিরছে পড়শি দেশ।