Advertisment

Maoist-Arnab: ইতিহাসে পিএইচডি’র ইন্টারভিউ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাওবাদী নেতা অর্ণব দাম

Burdwan University: বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সশরীরে হাজির হন।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Arnab Dam, Maoist leader, অর্ণব দাম, মাওবাদী নেতা,

Arnab Dam-Maoist leader: অর্ণব দাম। (ফাইল ছবি)

Maoist leader Arnab Dam PhD History Burdwan University: বন্দুক ও গুলির লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করা বন্দির

দৌলতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তৈরি হল নতুন ইতিহাস। তা-ও আবার যে সে বন্দি নয়। এই বন্দি হলেন পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। একদা রাজ্য পুলিশ ও প্রশাসনের ঘুম কেড়ে নেওয়া মাওবাদী নেতা অর্ণব বুধবার ইতিহাস নিয়ে পিএইচডি’র জন্য ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। যাঁর ইন্টারভিউ নিলেন বিশ্ববিদ্যালয়েরই ইতিহাস বিভাগের দিকপাল অধ্যাপকরা। আর তা নিয়েই এদিন সরগরম থাকল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর।

Advertisment

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম দীর্ঘদিন ধরেই কারাগারে। পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয় অর্ণব। গত ২৯ ফেব্রুয়ারি, সাজা ঘোষণার পর প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল, পরে গত ১৭ মার্চ থেকে অর্ণবের ঠিকানা হুগলির চুঁচুড়ার সংশোধনাগার। সেখানে লাইব্রেরি আছে। সেখান থেকে বই নিয়ে অর্ণব পড়াশোনা চালান। তাঁকে পিএইচডি করার সুযোগ দেওয়ার জন্য আর্জি জানান। বিচারক তাঁর আদেশে সেই আবেদনের বিষয়টি নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে বলেন। কিন্তু সংশোধনাগারে কেউ অর্ণবের আবেদনকে পাত্তা দিচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তবে, নিজের দাবিতে অনড় থাকেন অর্ণব।

দাবি আদায়ের জন্যে অর্ণব গত সোমবার অনশন প্রতিবাদ কর্মসূচি শুরুর কথা ঘোষণা করেন। এমনটা জেনে বন্দি অর্ণবের পাশে দাঁড়ায়

এপিডিআর সংগঠন। তারা অর্ণবের দাবির পক্ষে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। দাবি না মানলে জেলের ভিতরে-বাইরে একযোগে আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় এপিডিআর। এমত অবস্থায় জেল প্রশাসন নড়েচড়ে বসে। অর্ণবের পিএইডির ইন্টারভিউয়ের ব্যবস্থা করে। সেইমতো বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্ণবের ইন্টারভিউ দিলেন।

আরও পড়ুন- আবেগে ভেসে ‘নস্ট্যালজিক’ আপামোর বাঙালি, ব্রিটানিয়ার বিজ্ঞাপনে ফিরল শোলের স্মৃতি

নিদিষ্ট সময়ের আধঘণ্টা আগে বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সশরীরে হাজির হন। তাঁকে ঘিরে ছিল পাহারায় থাকা পুলিশরা। বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ উন্নয়ন আধিকারিক ও কলা অনুষদের সচিব ইন্দ্রজিৎ রায় জানান, উনি (অর্ণব) ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর হয়েছেন। নিয়ম মেনেই উনি আবেদন করেছিলেন। আমরা সেই আবেদন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গোচরে আনি। ঠিক হয়, অর্ণব ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি মেনে আবেদন করলে তাঁকে সুযোগ দেওয়া হবে। সেইমতো হুগলি জেলা সংশোধনাগার কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়। তাঁরা সব ব্যবস্থা করে এদিন তাঁকে নিয়ে আসেন। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ ইন্টারভিউতে উত্তীর্ণ হলে অর্ণব পিএইচডি করার সুযোগ পাবেন।

Maoist history university
Advertisment