Advertisment

Baguiati Blast: কী ছিল ওই আলমারিতে, ধন্দে পড়শিরা! বাগুইআটিতে বিস্ফোরণে ঘনাচ্ছে রহস্যে কালো মেঘ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আলমারিতে কিছু বিস্ফোরক পদার্থ ছিল তার জেরেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Blast, Massive Blast, Baguiati Blast, Panic , Police, Forensic Team , Investigation, Reason of Blast, বিস্ফোরণ, বাগুইআটিতে বিস্ফোরণ, পুলিশ , ফরেন্সিক টিম, বিস্ফোরণের কারণ, ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

বাগুইআটিতে বিস্ফোরণে ঘনাচ্ছে রহস্যে কালো মেঘ

Baguiati Blast: বাগুইআটিতে বিস্ফোরণ! দুমড়ে মুচড়ে গিয়েছে ঘরে থাকা আলমারি। বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত এক কিশোরী। তাকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আলমারিতে কিছু বিস্ফোরক পদার্থ ছিল তার জেরেই ঘটে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরনের ঘটনা ঘটেছে সেই বাড়িতেই ১৩ বছরের এক কিশোরীকে নিয়ে ভাড়া থাকতেন এক মহিলা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মেয়ে টিউশন থেকে ফিরে ঘরের দরজা খুলতেই ঘটে বিস্ফোরণের ঘটনা। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই কিশোরী।

আরও পড়ুন : < Man Beaten to Death in Kolkata: খাস কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের, হুশ ফিরবে কবে? উঠছে প্রশ্ন! >

বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় বাড়ির আলমারি খুলতেই বিকট শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা। ঘটনার জেরে ওই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা গিয়েছে বাড়ির আলমারির ভিতরেই হয় এই বিস্ফোরণ। কী ছিল ওই আলমারিতে? তা নিয়ে ধন্দে এলাকাবাসী। আজ ওই এলাকায় তল্লাশি চালাবেন ফরেন্সিক টিমের আধিকারিকরা। ইতিমধ্যে বাড়িটিকে সিল করে দিয়েছে বাগুইআটি থানার পুলিশ।

প্রতিবেশিরা জানিয়েছেন, বিস্ফোরণে শুধু ওই বাড়িই নয় কেঁপে ওঠে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। ভেঙে যায় জানলার কাঁচ। তাদের অভিযোগ, আলমারির মধ্যে থাকা বিস্ফোরক পদার্থের জেরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : < East-West Metro: গঙ্গার নীচে মেট্রো যাত্রা পুরো জমে ক্ষীর! বিনোদনের ঢালাও আয়োজন এবার হাতের মুঠোয় >

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতর থাকা দুটি আলমারি দুমড়ে মুচড়ে গেলেও বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার একেবারে অক্ষত অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোন কারণে গ্যাস লিক করছিল অনেকক্ষণ ধরেই। বাড়ির দরজা খুলে স্যুইচ দিতেই ঘটে বিস্ফোরণ।

Baguiati Blast
Advertisment