কলকাতা বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ড। বিমানবন্দরের ডিপারচারের ডি-পোর্টালে এদিন রাত সাড়ে ন'টা নাগাদ আগুন লাগে। দাউদাউ করে জ্বলছে আগুন। বিমানবন্দরের গোটা টার্মিনাল ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। দমকলের চারটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে।
Advertisment
বিধ্বংসী যাত্রীদের বিমানবন্দরে ঢোকা এবং বেরোনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন উড়ান সংস্থার কর্মীদেরও বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়েছে। গোটা চত্বর ঘিরে রেখেছে পুলিশ ও সিআইএসএফ। বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েছে কিনা তা এখনও জানা যায়নি।
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন ক্রমশ বড় আকার নিচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন নেভানোয় হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
রাত সওয়া ১০টার পর থেকে দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন ক্রমশ নিয়ন্ত্রণে এসেছে। যাত্রী এবং বিভিন্ন বিমান সংস্থা ও বিমানবন্দরের কর্মীদের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বিমান চলাচলের ক্ষেত্রেও কোনও প্রভাব পড়েছে বলে বুধবার রাত ১০টা ৩০ পর্যন্ত খবর পাওয়া যায়নি।