Kolkata Fire: আবারও কলকাতায় বিধ্বংসী আগুন। রবিবার সকালে ইএম বাইপাসের ধারে একটি ঝুপড়িতে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক ঝুপড়ি ঘর। অগ্নিকাণ্ডের পরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন বাসিন্দারা। দমকলকর্মীরা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
রবিবাসরীয় কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ইএম বাইপাসের (EM Bypass) ধারে আনন্দপুরের ঝুপড়িতে আগুন লেগে যায়। রবিবার সকালে হঠাৎই বস্তির ঝুপড়ি ঘরে আগুন (Fire) ধরে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। একইসঙ্গে পরপর বিস্ফোরণও ঘটতে তাকে। একর পর এক গ্যাস সিলিন্ডারে (Gas Cylinder) বিস্ফোরণের (Blast) জেরে কেঁপে উঠতে থাকে গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
আরও পড়ুন- Silk Nursery Centre: কম সময়ে দ্রুত রোজগারে দুরন্ত উদ্যোগ! অভূতপূর্ব তৎপরতা দিশা দেখাচ্ছে বেকারদের
এদিন সকালে ইএম বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালের (Fortis Hospital) কাছে ওই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যায় দমকলের পরপর বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন- Digha: এবার দিঘায় রাম মন্দির? যুগান্তকারী তৎপরতার তুমুল চর্চা!
দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু ঝুপড়ি ঘর। যদিও ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডের ব্যাপারে দমকলের তরফেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।