করোনাকালে রাজ্যে দ্বিতীয় দফায় লোকাল ট্রেন বন্ধের পর স্টাফ স্পেশাল ট্রেন চালু রেখেছিল রেল। শহরতলীর একটি বড় অংশের মানুষের লাইফলাইন রেল। দীর্ঘদিন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বভাবতই অফিস-কাছারি-সহ কাজের জায়গায় পৌঁছতে রীতিমতো হিমশিম দশা হয়েছে যাত্রীদের। লোকাল ট্রেন চলাচল শুরু হওয়ায় আপাতত সেই কষ্ট থেকে মুক্তি মিলেছে। তবে এরই সঙ্গে আরও বড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনাকালে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে লোকাল ট্রেনে এমন ভিড় অচিরেই বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অতিমারীর কালে লোকাল ট্রেনের ক্ষেত্রে ভিড় এড়ানোর উপায় কী? যাত্রীদের মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রেনের সংখ্যা বাড়ানো হলে সমস্যা অনেকাংশে মিটতে পারে। ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ১২ বগির ট্রেন দেওয়া হলেও ভিড় এড়ানো যেতে পারে বলে মনে করেন যাত্রীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন