বৃহস্পতিবারের পর আজ শুক্রবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে।
শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গত কয়েকদিন ধরে হালকা-মাঝারি বৃষ্টি চলছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজও দিনভর দফায়-দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন- Daily Horoscope, 13 May 2022: বিনিয়োগ থেকে লাভ হবে কার কার? পড়ুন রাশিফল
আজ কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।