Advertisment

Eastern Railway: যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগে অভুতপুর্ব সাফল্য! রেলের দুরন্ত কীর্তির তুলকালাম প্রশংসা জোর চর্চায়

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতে বিশেষ অভিযান চালানো হয়েছিল পূর্ব রেলের তরফে তাতেই মিলেছে বিরাট সাফল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern railways ticket checking drive, ticket checking drive, Eastern Railway, Rail, Indian Railway, Howrah Division, Asansol Division, Sealdah Division, Maldah Division, পূর্ব রেলের টিকিট চেকিং ড্রাইভ, টিকিট চেকিং ড্রাইভ, পূর্ব রেলওয়ে, রেল, ভারতীয় রেলওয়ে, হাওড়া ডিভিশন, আসানসোল ডিভিশন, শিয়ালদহ ডিভিশন, মালদহ ডিভিশন"

রেলের দুরন্ত কীর্তির তুলকালাম প্রশংসা জোর চর্চায়

Eastern Railway: যাত্রীদের একটি নিরবিচ্ছিন্ন ও মসৃণ পরিষেবা দিতে বদ্ধপরিকর পূর্ব রেল। যাত্রীদের স্বার্থেই বছরভর একাধিক তৎপরতা নিতে দেখা যায় রেলকে। তেমনই যাত্রী স্বার্থে এই দুরন্ত উদ্যোগ নিয়েছে রেল। পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ এবার এক নতুন 'মাইলস্টোন' অর্জন করেছে। নজিরবিহীন এই প্রচেষ্টার দারুণ ফল মিলেছে হাতেনাতে মিলতে খুশি রেল কর্তারা।

Advertisment

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতে বিশেষ অভিযান চালানো হয়েছিল পূর্ব রেলের তরফে। তা থেকে আয় দেখে রেল কর্তারাও রীতিমত চমকে গিয়েছেন। একই সঙ্গে রেলের তরফে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করার জন্য যাত্রীদের সচেতন করা হয়েছে ।

রেল সূত্রে খবর, গত দশ দিনে আসানসোল বিভাগে মোট ১১ হাজারের বেশি টিকিটহীন যাত্রীকে হাতে নাতে ধরেছে রেল। পাশাপাশি বুকিং ছাড়া লাগেজও আটক করা হয়েছে। তা থেকে জরিমানা বাবদ মোট ৪৭ লক্ষ ৮৬ হাজার ৬৫ টাকা আদায় করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে । ২১ জুন থেকে ৩০ জুন মাত্র দশ দিনে রেলের এই বিপূল আয়ে চমকে উঠেছেন খোদ রেল কর্তারা।

আরও পড়ুন : < Toto E-Rickshaw: টোটোচালকদের জন্য সুখবর! চার্জিং হবে আরও কম খরচে, বিদ্যুতের বিল নিয়ে চিন্তার দিন শেষ >

রেল কর্তারা বলছেন, শুধুমাত্র রেলের আয় বাড়ানোর লক্ষ্য নয়। একইসঙ্গে যাত্রী পরিষেবা এবং যাত্রী সুরক্ষার দিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। নিরন্তর রেল পরিষেবাকে আরও উন্নত লক্ষ্যেই বিশেষ এই পদক্ষেপ। যাতে করে যাত্রীরা ট্রেন যাত্রার সময় আরও বেশি স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন। টিকিট কেটে টেনে ভ্রমণ করতে পারেন তার জন্যই বিশেষ এই অভিযান চালানো হয়েছে। সঠিক টিকিট ছাড়া ভ্রমণ করা একাধারে যেমন অগ্রহণযোগ্য তেমনই শাস্তিযোগ্য অপরাধ। মূলত বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা যাত্রীদের উদ্দেশ্যেই বিশেষ অভিযান চালানো হয়েছিল। আর তাতেই লাখ লাখ টাকা জরিমানা বাবদ আদায় করেছে পূর্ব রেল।

আরও পড়ুন : < ED: খাদ্য দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, শাহজাহানের কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পেতে বিরাট পদক্ষেপ >

পূর্ব রেল সূত্রে খবর, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা বন্ধ করতে রেলের তরফে যে বিশেষ অভিযানের আয়োজন করা হয়, সেই অভিযানেই অভূতপূর্ব সাফল্য পেয়েছে পূর্ব রেল। মূলত টিকিট কেটে ট্রেন ভ্রমণ করার জন্য যাত্রীদের সচেতন করতে এই অভিযান চালানো হয়। একইসঙ্গে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করা হয়। সাধারণ যাত্রীদের তরফেও এই অভিযানকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি মালদা ডিভিশনে ১০ দিনের বিশেষ ড্রাইভে ৩০০০-র বেশি টিকিটহীন যাত্রীর কাছ থেকে ১৩,৩৮,১৮৬ টাকা জরিমানা বাবদ আদাত করা হয়েছে বলেও রেলের তরফে জানানো হয়েছে। রেল এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের টিকিট চেকিং ড্রাইভের প্রাথমিক লক্ষ্য হল মানুষের সামাজিক আচরণকে পরিবর্তন করা।

asansol Eastern Railway Maldah railway tickets
Advertisment