ভ্রমণপ্রিয় বাঙালির জন্য দারুণ খবর। এবার কলকাতা থেকে ছাড়ছে ভারত গৌরব স্পেশ্যাল ট্রেন। দারুণ এক ট্যুর প্ল্যান নিয়ে হাজির IRCTC। অগাস্টেই শুরু হবে যাত্রা। ১০ রাত ১১ দিনের এই যাত্রা আপনাকে দেবে একেবারে স্বর্গসুখ। রাজার হালে থাকা খাওয়া থেকে সেরা ভ্রমণ অভিজ্ঞতা পেতে এমন সুযোগ যেন হাতছাড়া করবে না।
১০ রাত ১১ দিনের বিশেষ এই সফরের জন্য ১১ আগস্ট কলকাতা স্টেশন থেকে প্রথম ট্রেনটি তার যাত্রা শুরু করবে। ট্রেনটি খড়্গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, বোকারো, ধানবাদ, হাজারিবাগ, কোডেরমা, গয়া, সাসারাম এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে যাবে। দ্বিতীয় ট্রেনটি ২০ অক্টোবর কলকাতা স্টেশন থেকে ১১ রাত ১২ দিনের সফরে তার যাত্রা শুরু করবে। একই রুটে ট্রেন চলাচল করবে।
কলকাতা থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত চলবে এই ভারত গৌরব ট্রেন। রাজকীয় এই ভ্রমণে বৈষ্ণো দেবী মন্দির ছাড়াও হরিদ্বার, ঋষিকেশ, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভ্রমণের অভিজ্ঞতা মিলবে। IRCTC সূত্রে জানা গিয়েছে "এই দুটি ভারত গৌরব ট্রেনই বাংলার পর্যটকদের ভারত সরকারের উদ্যোগ 'এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ'- এই ধারণাকে সামনে রেখে অবিশ্বাস্য ভারত ভ্রমণ করতে সাহায্য করবে," । হরিদ্বার, মাতা বৈষ্ণোদেবী অমৃতসর মথুরা আগ্রা অযোধ্যা ভ্রমণের সঙ্গে বিলাসবহুল হোটেলে থাকা থেকে রাজকীয় খাওয়া সবই মিলছে এই বিশেষ ভ্রমণে।
IRCTC-এর প্যাকেজ অনুসারে দুটি ট্রেনকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে- ইকোনমি ক্লাস যেখানে রয়েছে ৫৮০টি আসন, স্ট্যান্ডার্ড 3AC রয়েছে ১৪০টি আসন, এবং ৭০ আসন সহ কমফোর্ট ক্লাস 3AC। ইকোনমি ক্লাসে নন-এসি বাজেট হোটেলে থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত, যেখানে স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট ক্যাটাগরিতে এসি হোটেলে থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে বলেই জানিয়েছে IRCTC।