Advertisment

Garden reach incident: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রমোটার

বেআইনি নির্মাণ নিয়ে একদিকে শাসক দলকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তখনই দুর্ঘটনাস্থল থেকে অবৈধ নির্মাণের তত্ত্ব কার্যত মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Building collapse, Garden Reach, Firhad Hakim, Police"

বেআইনি নির্মাণ নিয়ে একদিকে শাসক দলকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তখনই দুর্ঘটনাস্থল থেকে অবৈধ নির্মাণের তত্ত্ব কার্যত মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

রবিবার মধ্যরাতে ঘুমের মধ্যে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বেআইনি নির্মাণ নিয়ে একদিকে শাসক দলকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তখনই দুর্ঘটনাস্থল থেকে অবৈধ নির্মাণের তত্ত্ব কার্যত মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisment

এদিন সকালেই ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ছিলেন পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তারা। এদিন ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। ঘটনাস্থলে দাঁড়িয়ে বেআইনি নির্মানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘বহুতল নির্মাণের আগে আশেপাশের মানুষ জনের কথা ভাবা উচিৎ ছিল’। একই সঙ্গে তিনি কার্যত মেনেও নিয়েছেন “বেআইনি নির্মাণের জেরেই ঘটে গিয়েছে এত বড় দুর্ঘটনা”। এরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী।

অবৈধ নির্মাণের কথা শোনা যায় মেয়র ফিরাদ হাকিমের গলাতেও। ফিরাদ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "“এই বাড়ি প্ল্যান থাকতে পারে না। যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের সকলেই পাশে টালির বাড়িতে থাকতেন। এক জনের ভুলে, অন্য জন শাস্তি পাচ্ছে। এত বড় বাড়ি এত সরু গলিতে কোনভাবেই হয় না”।

আরও পড়ুন : < Illegal construction Kolkata: ২০১৬-এর পোস্তা সেতু বিপর্যয়ের কথা মনে করাল গার্ডেনরিচ, বেআইনি নির্মাণ বন্ধের কি হবে? >

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে অভিযুক্ত প্রমোটারের নাম মহম্মদ ওয়াসিম।

kolkata news
Advertisment