Advertisment

টুইট-তোপ'ই বুমেরাং! শেষ পর্যন্ত পিছু-ই হটলেন সিপিআইএমের মহম্মদ সেলিম

আলিমুদ্দিনের অন্দরেও প্রশ্নের মুখ পড়তে হয়েছে মহঃ সেলিমকে।

author-image
IE Bangla Web Desk
New Update
md salim of cpim retreated due to controversy over word prostitute , অভিষেককে আক্রমণে টুইটারে পতিতা লিখে শেষ পর্যন্ত ভুল শুধরে নিলেন সিপিআইএমের মহঃ সেলিম

বিমান বসুর সঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

প্রবল বিতর্কের মাঝেই সোশাল মিডিয়ায় পোস্ট বিতর্কে দুঃখপ্রকাশ না করলেও 'ভুল' শুধরে নিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সিপিআইএম রাজ্য সম্পাদক সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে লেখা একটি শব্দের ব্যবহারে শালীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন মহল থেকে যার সমালোচনা হয়। জানা গিয়েছে, আলিমুদ্দিনের অন্দরেও প্রশ্নের মুখ পড়তে হয়েছে মহঃ সেলিমকে। এরপরও দলের রাজ্য সম্পাদকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু, মঙ্গলবার সকালে নিজের সোমবারের পোস্ট থেকে 'আপত্তিকর' ওই শব্দটি পাল্টে দিয়েছেন মহঃ সেলিম। যা শেয়ার করতে দেখা গিয়েছে একাধিক সিপিআইএম নেতাকে।

Advertisment

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অসাধু সম্পদ নিয়ে সোমবার মহঃ সেলিম সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। যেখানে লেখা ছিল, 'অভিযোগ, তিনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।' টুইটে ইংরাজিতে 'প্রস্টিটিউট' শব্দটি লিখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। যা নিয়ে বহুজনের আপত্তি ছিল। লের মহিলা নেতৃত্বের একাংশের দাবি ছিল, বামপন্থীরা 'প্রস্টিটিউট' বা 'বারবণিতা' শব্দগুলির প্রয়োগ করে না। মহিলাদের সম্মানার্থে বামপন্থীরা তাঁদের 'সেক্স ওয়ার্কার' বা 'যৌনকর্মী' বলেন।

এরপরই মঙ্গলবার সকালে দেখা যায় যে, মহঃ সেলিমের সোশাল মিডিয়ায় পেজে একটি পোস্টার পোস্ট করা হয়েছে। সিপিআইএমের অনেক নেতা সেটি শেয়ার করেছেন। সেই পোস্টের দ্বিতীয় অংশে লেখা, '১৫ জন বিদেশি যৌনকর্মীর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচারে অভিযুক্ত।' তবে এক্ষেত্রে কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

publive-image
মহঃ সেলিমের মঙ্গলবারের পোস্ট।

রাজনৈতিক মহলের একাংশের মতে, যেহেতু সোশাল মিডিয়া পোস্টে কয়লা ও নিয়োগ দুর্নীতিতে জড়িত সাংদের কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করেছে তাই সেলিমের নিশানায় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ডই'।

abhishek banerjee CPIM Mohammed Salim
Advertisment