আড়াই কোটি শিশুকে বিনামূল্যে মিজলস এবং রুবেলা ভ্যাকসিন দেবে রাজ্য সরকার

টিকাকরণের কাজ শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই। গোটা রাজ্যের ৯ থেকে ১৫ বছরের মধ্যে সমস্ত শিশুকেই বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে সরকার।

টিকাকরণের কাজ শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই। গোটা রাজ্যের ৯ থেকে ১৫ বছরের মধ্যে সমস্ত শিশুকেই বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী দু মাসের মধ্যে অন্তত ২.৫ কোটি শিশুকে মিজলস-রুবেলা ভ্যাকসিন (MRV) দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। টিকাকরণের কাজ শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই। গোটা রাজ্যের ৯ থেকে ১৫ বছরের মধ্যে সমস্ত শিশুকেই বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে সরকার।

Advertisment

সম্প্রতি স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রথম পর্যায়ের কাজ শুরু হবে সরকারি স্কুলগুলি থেকে। এরপর জানুয়ারিতে বিভিন্ন কেন্দ্রীয় বোর্ডের অন্তর্ভুক্ত বেসরকারি বিদ্যালয়গুলিতেও কার্যকর হবে এই টিকাকরণ কর্মসূচী। পরবর্তী পর্যায়ে রাজ্য সরকার-অনুমোদিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই অভিযানের অন্তর্ভুক্ত করা হবে হলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘সংবেদনশীলতার সঙ্গে’ ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি শেখান, স্কুলগুলিকে নির্দেশ শিশু অধিকার কমিশনের

Advertisment

জেলা প্রশাসনকে দেওয়া রাজ্য সরকারের এক নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় বোর্ড অনুমোদিত বেসরকারি স্কুল ছাড়াও সমস্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলিকেও এই অভিযানের আওতায় ফেলা হবে।

আগামী ২৯ নভেম্বর থেকে ১৪ জানুযারি পর্যন্ত সমস্ত প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার, রুরাল হেলথ সেন্টার, স্টেট জেনারেল হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল সহ জেলা হাসপাতাল, বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এই টিকাকরণ পরিষেবা পাওয়া যাবে।

স্কুলের বাচ্চা ছাড়াও Village Health Nutrition Day campaign-এর আওতায় থাকা অন্যান্যদেরও ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে।

এখন পর্যন্ত শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেই মিজলস এবং রুবেলা ভ্যাকসিন দেওয়া হত। তবে সম্প্রতি রাজ্য সরকারের সর্বজনীন টিকাদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে একে। মিজলস দূর করতে এবং রুবেলা নিয়ন্ত্রণ করতেই এই প্রচার অভিযান শুরু হয়েছে। গর্ভাবস্থায় সংক্রমণ হলে নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভের এবং কার্ডিওলজিক্যাল অর্থাৎ হার্টের সমস্যা তৈরি হয় সদ্যজাতর শরীরে। আর সেখানে থেকেই মিজলস বা রুবেলার সংক্রমণ হয়।

Read the full story in English