Advertisment

বাইরে মুহুর্মুহু গোলা, প্রাণভয়ে ইউনিভার্সিটির বেসমেন্টে লুকিয়ে দুই বঙ্গতনয়া, উদ্ধারের আর্তি পরিবারের

ইউক্রেনের একটি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়তে গিয়ে বিপাকে দুই তরুণী। যমজ এই বোনেদের ফেরাতে সরকারের হস্তক্ষেপ চাইলেন বাবা-মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Medical Students Rumki and Jhumki Ganguly, twin sisters from Durgapur, are stranded in Ukraine

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে মেয়েরা। ঘোর দুশ্চিন্তায় পরিবার। ছবি: অনির্বাণ কর্মকার

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। যুদ্ধবিদ্ধ্বস্ত এই দেশটিতে আরও হাজার-হাজার ভারতীয়ের পাশাপাশি আটকে রয়েছেন দুর্গাপুরের দুই মেডিক্যাল পড়ুয়া যমজ বোনও। মেডিক্যাল কলেজের বেসমেন্টের আপাতত 'নিরাপদ' আশ্রয়ই এখন দুই বোনের ঠিকানা। এদিকে, বাড়িতে চোখের পাতা এক করতে পারছেন না বাবা-মা। প্রবল উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। আটকে পড়া বাকিদের পাশাপাশি তাঁদের দুই মেয়েকেও উদ্ধারের চেষ্টা করুক সরকার, কাতর আর্জি পরিবারের।

Advertisment

দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া গ্রামের বাসিন্দা ঝুমকি ও রুমকি গঙ্গোপাধ্যায়। ইউক্রেনের খারকিব ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাঁরা। গত ডিসেম্বরেই তাঁরা ইউক্রেনে গিয়েছেন। সেখান থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দুই বোনের।

publive-image
ইউক্রেনে আটকে রয়েছেন দুর্গাপুরের যমজ বোন রুমকি ও ঝুমকি গঙ্গোপাধ্যায়।

কিন্তু রাশিয়ার আগ্রাসন তাঁদের সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে বাকি অনেকের মতোই এখন প্রাণভয়ে রয়েছেন দুর্গাপুরের এই দুই তরুণীও। বর্তমানে ইউনিভার্সিটির বেসমেন্টে কোনওমতে আশ্রয় নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বঙ্গের ডাক্তারি পড়ুয়া, উৎকণ্ঠায় পরিবার

শুক্রবার সকালেই দুই বোনের সঙ্গে যোগাযোগ হয়েছিল পরিবারের। তবে বেশিক্ষণ কথা বলা যায়নি। জল নেই, আলো নেই, শীতের পোশাকও নেই, টাকা শেষ- ফোনে বাড়ির লোকেদের জানিয়েছেন দুই বোন। এতেই দুশ্চিন্তার কালো মেঘ গঙ্গোপাধ্যায় পরিবারে। মেয়েদের চিন্তায় অস্থির বাবা-মা। সরকারের কাছে তাই মেয়েদের ফেরাতে ব্যবস্থা করার কাতর আবেদন রুমকি-ঝুমকির মা-বাবার।

Durgapur West Bengal Russia-Ukraine Conflict students
Advertisment