বৃহস্পতিবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই 'মেগা বৈঠক' হয়ে গেল খাস রাজধানীতে। দিল্লিতে একান্ত বৈঠক সারলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর বাসভবনে আলাদা করে বৈঠক সারলেন দুই নেতা। রাজনৈতিক মহলের মতে, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেস ও তৃণমূলের দুই শীর্ষনেতার এই একান্ত আলাপচারিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপিকে প্যাঁচে ফেলার লক্ষ্যে ঘুটি সাজাচ্ছে বিরোধীরা। আজ ফের এক দফায় মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে যোগ দিতে বুধবারই মুম্বই পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। তবে তাঁর সঙ্গেই মুম্বই যাননি অভিষেক। তিনি ছুটে গিয়েছিলেন দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৬ টা নাগাদ দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে পৌঁছে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টা খানেক ধরে কথা হয়েছে দুই নেতার। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের দুই শীর্ষ স্থানীয় নেতার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় রাজনীতিতে এনডিএ বিরোধী শিবিরে ইন্ডিয়া জোটে শরিক কংগ্রেস ও তৃণমূল।
আরও পড়ুন- আরও বাড়বে গরম? নাকি পলকেই বদল আবহাওয়ায়! দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি কবে?
তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ের ময়দানে কংগ্রেস। বামেদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের মোকাবিলা করছে হাত শিবির। যা নিয়ে ফি দিন তৃণমূল নেতৃত্বের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, তবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে কংগ্রেস হাইকম্যান্ডের মনোভাব পড়ে ফেলেছে বঙ্গ কংগ্রেসও। ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে তৃণমূলে মেজাজ নরম করতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতৃত্বকে। যা নিয়ে কৌস্তভ বাগচির মতো কংগ্রসের তরুণ নেতারা যারপরনাই ক্ষুব্ধ।
এবার ঠিক এই আবহেই রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘণ্টাখানেকের একান্ত আলাপচারিতা নতুন করে চর্চা তৈরি করেছে। সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ইয়ের কৌশল নিয়েই দুই নেতার কথা হয়েছে। রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, ইন্ডিয়া জোটে শরিক থাকলেও পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতৃত্বের অবস্থান প্রসঙ্গে অভিষেক সরাসরি অভিযোগ জানিয়েছেন রাহুল গান্ধীর কাছে।