১ নভেম্বর খুলবে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়? বৈঠক রবিবার

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন ১লা নভেম্বর থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন ১লা নভেম্বর থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১লা নভেম্বর থেকেই কি ফের খুলতে পারে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো? তা খতিয়ে দেখতেই আগামিকাল, রবিবার বৈঠক রয়েছে। উচ্চ শিক্ষা দফতরের ডাকে ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেবেন রাজ্য পরিচালিত সব বিশ্ববিদ্য়াযালয়ের উপাচার্যরা। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন ১লা নভেম্বর থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তারপরই এই উদ্যোগ।

Advertisment

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠক হবে। মহামারীর আবহে পঠন-পাঠন শুরুর ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ রয়েছে মূলত তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন জানিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। পঠন-পাঠন শুরু হবে ১লা নভেম্বর থেকে।

করোনা সংক্রমণের কারণে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টার অক্টোবরে অনলাইনে হবে।

Advertisment

উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, 'কলেজ, বিশ্ববিদ্য়ালয় খুলতে ইউজিসি যে গাইড লাইন দিয়েছে সেগুলো বলবৎ করে  কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান ফের খুলবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। অফলাইন-অনলাইন ক্লাস নিয়ে কথা হতে পারে। এখনও লোকাল ট্রেন বন্ধ। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পড়ুয়ারা কীভাবে আসবে ত দেখা হবে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Education partha chatterjee West Bengal