আবহাওয়ার বদলটা চোখে পড়তে আর বেশি দেরি নেই! দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঝড়-বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। একইসঙ্গে দুর্যোগ বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে।
আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনার পশাপাশি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সপ্তাহের প্রথম দু'দিন প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন- ‘মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা অপবিত্র হয় না’, মমতার ঢাল এবার শোভনদেব
শুধু দক্ষিণবঙ্গই নয়, আগামী ৪-৫ দিন রাজ্যের উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবাং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরি ও মালদহ জেলার বেশ কিছু অংশে।
আরও পড়ুন- ‘অসন্তুষ্ট’ শুভেন্দুর মুখে ফের সাগরদিঘি মডেল! বঙ্গ বিজেপিতে হচ্ছেটা কী?
শহর কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতা শহরের বেশ কিছু এলাকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।