/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/winter-in-bengal.jpg)
ফের শীত পড়লে ব্যবসা ভাল হবে, আশা ওয়েলিংটনের ব্যবসায়ীদের। ছবি- শশী ঘোষ
Weather Update: বর্ষশেষের দিন কয়েক বিরতির পর ফের কনকনে ঠান্ডা হওয়া বইছে। ভোরের দিকে কুয়াশায় মুড়ে থাকছে মহানগর। বেলা বাড়লে রোদ উঠলেও তার তেজ কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন এরকমই থাকবে আবহাওয়া। তবে, ১০ জানুয়ারি থেকে আবহাওয়ার বদল ঘটবে। শুরু হবে শীতের নতুন ইনিংস।
পুজোর পর থেকেই বাতাসে শিরশিরানি অনুভূত হচ্ছিল। নভেম্বর পেরতে সেই অনুভূতি আরও গাঢ় হয়। ডিসেম্বরের শুরু থেকে অবশ্য চালিয়ে খেলে শীত। জাঁকিয়ে পড়ছিল ঠান্ডা। কিন্তু, বড়দিনের কাছাকাছি আসতেই নিজের ফর্ম হারায় শীত। সৌজন্যে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার দাপট। এই দু'য়ের প্রভাবে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতেই পারেনি। ফলে পারদ বাড়তে থাকে। গরম পোশাক কার্যত গুটিয়ে রাখার উপক্রম হয়।
শীতপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, তাহলে কী এবারের শীত শেষ? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের হিমশীতল হাওয়ার দাপটে মঙ্গলবার রাতেই কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিনের তাপমাত্রাও কম। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। এই অবস্থায় চলতি মাসের ১০তারিখ থেকে শীতের নতুন স্পেল শুরু হচ্ছে।
এদিকে আগামী পাঁচদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে সিকিমের ওপর দিয়ে। যার প্রভাবে বৃষ্টি ও তুষারপাত হতে পারে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকবে।