scorecardresearch

পুজোর মুখে নতুন করে বৃষ্টির সম্ভাবনা? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

বেলা যত বাড়বে শহর কলকাতায় অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হবে।

পুজোর মুখে নতুন করে বৃষ্টির সম্ভাবনা? বিরাট আপডেট দিল হাওয়া অফিস
পুজোয় বৃষ্টি

পুজোর মুখে আবহাওয়া দফতরের বার্তায় বিরাট স্বস্তি! আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। নতুন করে আবহাওয়ার ব্যাপক কোনও বদল না হলে পুজোর আগের ক’দিন দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো। বছরের এই সময়টায় বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে এবছর শুরু থেকেই পুজোয় বৃষ্টি হবে কিনা তা নিয়ে জোরদার চর্চা চলছে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের যা ইঙ্গিত তাতে পুজোর মুখে নতুন করে অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর আগামী কয়েকদিন পরিস্কার থাকবে আকাশ, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে।

আরও পড়ুন- নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রী, দেবীর এই রূপের আরাধনা করলে কী পাবেন ভক্তরা?

সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বেলা যত বাড়বে অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুজোর মুখে স্বস্তির বার্তা মিললেও সোমবার কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা-থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Meteorological departments big update on rain on the eve of puja495365