Advertisment

এ গল্প পড়লে আপনার মন ছুঁয়ে যাবে, চালককে ফেয়ারওয়েল দিতে কী করলেন মেট্রোকর্তা?

বিদায়বেলায় এমন ঘটনার সাক্ষী হয়ে আপ্লুত ওই গাড়িচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
metro

এই সেই গাড়ি।

রীতিমতো দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তাঁর সরকারি গাড়িচালকের অবসরের দিনে নিজেই গাড়ি চালিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দিলেন। তা-ও আবার চালককে পিছনের আসনে বসিয়ে। যেভাবে তাঁকে নিয়ে এতবছর প্রতিদিন ওই চালক মেট্রোভবনে যাতায়াত করেছেন, ঠিক সেভাবেই। যার জেরে গাড়িচালক কার্তিক মণ্ডলের অবসরের দিন বিশেষভাবে বদল ঘটল ওই গাড়িটি সারথির। এই গাড়ি এতদিন যিনি চালাতেন সেই কার্তিকচন্দ্র মণ্ডল ড্রাইভার পদেই কলকাতা মেট্রো রেলে যোগ দিয়েছিলেন। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির গাড়ি চালাতেন তিনি।

Advertisment

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, জেনারেল ম্যানেজারের মত একজন গুরুত্বপূর্ণ মানুষের গাড়ি চালানায় যে বাড়তি সতর্কতা বা নিয়মানুবর্তিতা প্রয়োজন, সেকথা কার্তিক মণ্ডল চাকরিজীবনে বরাবর মাথায় রেখেছেন। ফলে তিনি, মেট্রোর বিভিন্ন অফিসার ও সহকর্মীদের স্নেহ এবং ভরসার পাত্র হয়ে উঠেছিলেন। বিশেষ করে জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির কাছের মানুষ হয়ে গিয়েছিলেন প্রতিদিন একসঙ্গে যাতায়াতের সুবাদে।

আরও পড়ুন- সাধের এসএসকেএমেই ভুল চিকিৎসা! চাঞ্চল্যকর দাবি মমতার

সেই কার্তিক মণ্ডলই মঙ্গলবার, অক্টোবরের শেষ দিন (৩১ অক্টোবর, ২০২৩) তাঁর কর্মজীবন থেকে অবসর নেন। সেই উপলক্ষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় মেট্রো রেল ভবনে। আর, তারপরই দেখা যায়, কার্তিক মণ্ডলের কর্তব্যনিষ্ঠা এবং সময়ানুবর্তিতাকে সম্মান জানিয়ে তাঁকে গাড়ির পিছনের আসনে বসিয়ে জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি নিজে বাড়িতে পৌঁছে দিলেন। অবসরের দিন উচ্চপদস্থ কর্তার থেকে এই সম্মান পেয়ে হতবাক কার্তিকবাবু। আনন্দ এবং গর্ব, যেন একইসঙ্গে তাঁর জলভরা চোখের কোণে ধরা পড়ছিল। যা বুঝিয়ে দিচ্ছিল, এই সম্মান ও ভালোবাসা তাঁর অবসরযাপনকালে স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থাকবে।

মেট্রোর অন্যান্য আধিকারিকরাও মনে করছেন, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের এই আচরণ রীতিমতো নজির হয়ে থাকল। বিভিন্ন সংস্থায় যখন সামান্য উঁচু পদের অধিকারী তাঁর অধস্তনের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে নিত্যদিন অভিযোগ ওঠে, তখন সহকর্মীর প্রতি আচরণের এক নতুন উদাহরণ তৈরি করলেন পি উদয়কুমার রেড্ডি।

kolkata cab driver Metro
Advertisment