/indian-express-bangla/media/media_files/2025/09/18/metro-2025-09-18-14-25-57.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
মেট্রো যাত্রীদের মধ্যে ডিজিটাল টিকিট বুকিংয়ের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় মোবাইল কিউআর টিকিট বুকিংয়ে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গতকাল, অর্থাৎ ২৮.০৯.২০২৫ তারিখে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মোবাইল কিউআর টিকিট বুক হয়েছে। এটি একদিনে সর্বাধিক কিউআর টিকিট বুকিংয়ের রেকর্ড।
গতকাল মোট ৮ লক্ষ ৩৩ হাজারেরও বেশি যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন, যার মধ্যে প্রায় ১২ শতাংশ যাত্রী মোবাইল কিউআর টিকিট ব্যবহার করেছেন। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আহ্বান জানিয়েছে, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য মোবাইল কিউআর টিকিট ব্যবহারে আরও বেশি উৎসাহিত হতে। যাত্রীরা সর্বাধিক ১২ ঘণ্টা আগে পর্যন্ত এই টিকিট বুক করতে পারবেন এবং প্রতিটি টিকিটে ৫% ছাড় পাবেন। একসঙ্গে সর্বাধিক ৪টি টিকিট কেনা যাবে একটি লেনদেনের মাধ্যমে।
মোবাইল কিউআর টিকিট বুকিং প্রক্রিয়া:
গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ডাউনলোড করুন
প্রথমবার ব্যবহারকারীদের বৈধ মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে সাইন আপ করতে হবে
মোবাইল নম্বর ও এমপিন দিয়ে লগইন করুন
হোমপেজে “Book Ticket” অপশনে যান
সোর্স ও ডেস্টিনেশন স্টেশন নির্বাচন করুন
টিকিট বুক করুন
ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করুন
অর্থ প্রদানের পর একটি কিউআর কোড টিকিট তৈরি হবে
প্রবেশ ও প্রস্থান গেটে স্ক্যানারে এই কিউআর কোড দেখাতে হবে
অন্যদিকে, গতকাল মোট ৪৬৩৬টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং ৩২৪২৪টি স্মার্ট কার্ড রিচার্জ বা রিভ্যালিডেট করা হয়েছে। মেট্রো যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করার পাশাপাশি অনলাইন রিচার্জ ও এএসসিআরএম মেশিন ব্যবহার করে ভিড় এড়াতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।