scorecardresearch

ইডেনে চুটিয়ে দেখুন IPL, বিশেষ উদ্যোগ মেট্রোর! গুড ফ্রাইডে-তে পরিষেবার কী আয়োজন?

যাত্রী সুবিধায় কী পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের?

ইডেনে চুটিয়ে দেখুন IPL, বিশেষ উদ্যোগ মেট্রোর! গুড ফ্রাইডে-তে পরিষেবার কী আয়োজন? : Metro services ipl and good friday
কলকাতা মেট্রো

বৃহস্পতিবার ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম লক্ষ্মীবারেই দর্শক ইডেনে বসে সরাসরি আইপিএল উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই টিকিট শেষ। ফলে ভিড় হবে ভালই। কিন্তু, খেলা শেষ হতে হতে প্রায় মধ্যরাত। ব্যক্তিগত গাড়ি না থাকলে তখন বাড়ির ফেরার চিন্তা থেকেই যায়। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কলকাতা মেট্রো। ইডেন গার্ডেন্সে আইপিএল খেলার দিনগুলো বিশেষ পরিষেবার আয়োজন করেছে মেট্রো।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয় যে, খেলা শেষে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ পর্যন্ত চলবে বিশেষ ট্রেন। আপ এবং ডাউন লাইনে একটি করে বিশেষ মেট্রোর ব্যবস্থা থাকবে। ইডেনে আইপিএলে কেকেআর-এর খেলার দিন এবার রাত ১২.১৫ মিনিটে ধর্মতলা স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়বে। দু’টি রুটেই মেট্রো ১২.৪৮ মিনিটে উভয় দিকের শেষ স্টেশনে পৌঁছবে।

শুক্রবার, ৭ই এপ্রিল গুড ফ্রাইডে। ওইদিন মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে কম সংখ্যায় ট্রেন চলাচল করবে। কলকাতা মেট্রোর তরফে বুধবার ঘোষণা করে হয়েছে যে, প্রতিদিন ওই রুটে ২৮৮টি মেট্রো চলে, কিন্তু গুড ফ্রাইডে-তে চলবে ১৮৮টি (আপ-৯৪টি, ডাউন ৯৪টি)। তবে মেট্রোর শুরু ও শেষ পরিষেবার অদলবদল হচ্ছে না।

প্রথম পরিষেবা:

  • সকাল ৬.৫০- দমদম থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
  • সকাল ৬.৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
  • সকাল ৬.৫৫- দমদম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
  • সকাল ৭টা- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

শেষ পরিষেবা:

রাত ৯.২৮- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

রাত ৯.৪০- দমদম থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

রাত ৯.৪০- কবি সুভাষ থেকে দমদম। (অপরিবর্তিত)

মেট্রোর গ্রীন লাইন অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটেও গুড ফ্রাইডের দিন (৭ এপ্রিল) টের্নের সংখ্যা কম থাকবে। ১০৬টির বদলে শুক্রবার ওই রুটে মেট্রোর চলাচল করবে ৯০টি (আপ-৪৫টি, ডাউন-৪৫টি)। তবে মেট্রোর শুরু ও শেষ পরিষেবার বদল হচ্ছে না।

প্রথম পরিষেবা:

  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত- সকাল ৬.৫৫ (অপরিবর্তিত)
  • সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত- সকাল ৭টা (অপরিবর্তিত)

শেষ পরিষেবা:

  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত- রাত ৯.৩৫(অপরিবর্তিত)
  • সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত- রাত ৯.৪০ (অপরিবর্তিত)

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Metro services ipl and good friday