Advertisment

Metro Railway Kolkata: লাখো বইপ্রেমীদের বিরাট উপহার কলকাতা মেট্রোর, বইমেলা উপলক্ষ্যে থাকছে বড় চমক

International Kolkata Book Fair: আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair) । ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Special Anti-Overriding Drive in Green Line-2:  কলকাতা মেট্রো বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ

বইমেলা চলাকালীন যাত্রী দুর্ভোগ কমাতে দুরন্ত উদ্যোগ নিতে চলেছে কলকাতা মেট্রো।

International Kolkata Book Fair: কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair) । ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলা উপলক্ষ্যে বইপ্রেমীদের জন্য বিরাট উপহারের ঘোষণা করল কলকাতা মেট্রো। বইমেলা চলাকালীন যাত্রী দুর্ভোগ কমাতে দুরন্ত উদ্যোগ নিতে চলেছে কলকাতা মেট্রো। ২৮ জানুয়ারি থেকে  থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রী সুবিধার কথা মাথায় রেখে চালানো হবে বাড়তি মেট্রো।

Advertisment

বইমেলা চলাকালীন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ভি রুটে গ্রিন লাইনের অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।  ২৮ জানুয়ারি থেকে মেট্রো কর্তৃপক্ষ এই রুটে ১০৬টির বদলে ১২২টি মেট্রো চালানোর কথা জানিয়েছে। সকাল ৬:৫৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। মেলার দিনগুলিতে দুপুর ২:০৫ টা থেকে রাত ৯:১৫ টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো । শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে ভিড় সামাল দিতে থাকছে বিশেষ ব্যবস্থা। 

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা মেট্রো রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মেট্রোর এই সিদ্ধান্তের ফলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বইমেলায় আসা লক্ষ লক্ষ বইপ্রেমী মানুষ বিশেষ ভাবে উপকৃত হবে।"

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী থেকে শুরু করে ঋত্বিক ঘটক, তপন সিনহা, অরুন্ধতী দেবীর জন্মশতবর্ষ উদযাপন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠানও উদযাপন করা হবে এবারের বইমেলা প্রাঙ্গণে।

kolkata metro International Book Fair
Advertisment