মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, ২৩ জনের মৃত্যু, আহত বহু

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলোতে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় এক সুপারমার্কেটে শনিবার (১ নভেম্বর) বিকেলে এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলোতে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় এক সুপারমার্কেটে শনিবার (১ নভেম্বর) বিকেলে এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন

author-image
IE Bangla Web Desk
New Update
Mexico explosion, Hermosillo blast, Waldo supermarket accident, Sonora explosion news, Mexico fire incident, 23 dead Mexico, Mexican president statement, electrical fault explosion, Mexico breaking news, international accident news

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, ২৩ জনের মৃত্যু

 মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, ২৩ জনের মৃত্যু, আহত বহু।

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলোতে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় এক সুপারমার্কেটে শনিবার (১ নভেম্বর) বিকেলে এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। গুরুতর আহত আরও ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের ভবনগুলির জানালার কাচ ভেঙে যায় এবং চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।

Advertisment

আরও পড়ুন- চলন্ত ট্রেনে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে পরপর যাত্রীদের কোপ, গুরুতর আহত কমপক্ষে ১০

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় এই বিস্ফোরণের ঘটনাকে ‘পুরো রাজ্যের জন্য গভীর ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি উচ্চস্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

Advertisment

মেক্সিকোর প্রেসিডেন্ট  ক্লডিয়া শিনবাউম সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে জানিয়েছেন, সোনোরা সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে এবং সব উদ্ধার সংস্থাকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- ঘন ঘন টেনশনে ভুগছেন? এই ৫টি উপায় মানসিক শান্তি মিলবে, হাতে নাতে ফল পাবেন

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাজনিত কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুপারমার্কেটের ট্রান্সফরমারের বৈদ্যুতিক ত্রুটিই বিস্ফোরণের জন্য দায়ি। ঘটনাস্থল ঘিরে রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা, এবং ভবনের তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তদন্তকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনের আশা করছেন।

Blast Mexico