MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ

100 days work: সুপ্রিম কোর্টে ধাক্কার পর পশ্চিমবঙ্গে বিশেষ শর্তে ফের চালু হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA)। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে রাজ্যে এই প্রকল্প পুনরায় শুরু করার বিষয়ে ভাবনা চলছে।

100 days work: সুপ্রিম কোর্টে ধাক্কার পর পশ্চিমবঙ্গে বিশেষ শর্তে ফের চালু হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA)। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে রাজ্যে এই প্রকল্প পুনরায় শুরু করার বিষয়ে ভাবনা চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
MGNREGA, West Bengal, 100 days work, Supreme Court, Calcutta High Court, Ministry of Rural Development, PMO, Mamata Banerjee, Centre vs State, Employment Scheme, Rural Jobs, NREGA, West Bengal politics, Special Conditions, Supreme Court order, MGNREGS resumption, Rural India, Central Government, TMC Government,১০০ দিনের কাজ, পশ্চিমবঙ্গ, গ্রামীণ কর্মসংস্থান, এমজিএনরেগা, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, বিশেষ শর্ত, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, মোদী সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, রোজগার প্রকল্প, বাংলার শ্রমিক, কেন্দ্রীয় সিদ্ধান্ত, কর্মসূচি পুনরায় চালু

100 days work: প্রতীকী ছবি।

MGNREGS resumption: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েক দিন পরই পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পুনরায় চালুর বিষয়ে ‘বিশেষ শর্তে’ বিবেচনা শুরু করেছে কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) — এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে।

Advertisment

সুপ্রিম কোর্টে পরাজয়ের পর নড়েচড়ে বসল কেন্দ্র

গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিশেষ অনুমতির আবেদন (SLP) খারিজ করে দেয়। এই আবেদনটি করা হয়েছিল ১৮ জুন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালু করতে হবে। তবে কেন্দ্র চাইলে বিশেষ শর্ত আরোপ করতে পারে বলেও উল্লেখ করেছিল হাইকোর্ট।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটের আগে ভোটার যাচাই! 'ভুল চলবে না', আজ উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

Advertisment

এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়কে (PMO) জানায় যে, পশ্চিমবঙ্গে প্রকল্পটি ‘বিশেষ শর্তে পুনরায় চালুর’ বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তরও এই বিষয়ে মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

আরও পড়ুন-West Bengal Weather Update: নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

তিন বছর ধরে স্থগিত ১০০ দিনের কাজ

উল্লেখ্য, ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। MGNREGA আইন ২০০৫-এর ধারা ২৭ অনুযায়ী, “কেন্দ্রের নির্দেশ না মানার” কারণে তহবিল রোধ করা হয়েছিল। তারপর থেকে রাজ্যে কোনও কাজ হয়নি এই প্রকল্পের আওতায়।

আরও পড়ুন-Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে!

বিপুল সংখ্যক শ্রমিক ক্ষতিগ্রস্ত

প্রকল্পটি বন্ধ হওয়ার আগে, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ৫১ লক্ষ থেকে ৮০ লক্ষ পরিবার এই কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পেতেন। টানা তিন বছর এই প্রকল্প বন্ধ থাকায় রাজ্যের বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিক কার্যত কর্মহীন হয়ে পড়েছেন।

আরও পড়ুন-Mamata Banerjee: “২ কোটি নাম বাদ গেলে BJP সরকার ভেঙে দেব!”, SIR ইস্যুতে মমতার হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য রাজনীতি

তৃণমূলের দাবি ও কেন্দ্রের অবস্থান

তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে অনুরোধ করে আসছিল এই প্রকল্প পুনরায় চালু করার জন্য। হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্র সুপ্রিম কোর্টে আপিল করলেও সেটি খারিজ হয়। ফলে এখন কেন্দ্রের হাতে একমাত্র পথ — ‘বিশেষ শর্তে পুনরায় চালু’ করা।

bjp tmc supreme court west bengal latest news West Bengal News MGNREGA 100 Days work