/indian-express-bangla/media/media_files/2025/11/05/mgnrega-2025-11-05-10-22-37.jpg)
100 days work: প্রতীকী ছবি।
MGNREGS resumption: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েক দিন পরই পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পুনরায় চালুর বিষয়ে ‘বিশেষ শর্তে’ বিবেচনা শুরু করেছে কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) — এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে।
সুপ্রিম কোর্টে পরাজয়ের পর নড়েচড়ে বসল কেন্দ্র
গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিশেষ অনুমতির আবেদন (SLP) খারিজ করে দেয়। এই আবেদনটি করা হয়েছিল ১৮ জুন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে ২০২৫ সালের ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প পুনরায় চালু করতে হবে। তবে কেন্দ্র চাইলে বিশেষ শর্ত আরোপ করতে পারে বলেও উল্লেখ করেছিল হাইকোর্ট।
এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়কে (PMO) জানায় যে, পশ্চিমবঙ্গে প্রকল্পটি ‘বিশেষ শর্তে পুনরায় চালুর’ বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তরও এই বিষয়ে মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।
তিন বছর ধরে স্থগিত ১০০ দিনের কাজ
উল্লেখ্য, ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গে MGNREGS প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। MGNREGA আইন ২০০৫-এর ধারা ২৭ অনুযায়ী, “কেন্দ্রের নির্দেশ না মানার” কারণে তহবিল রোধ করা হয়েছিল। তারপর থেকে রাজ্যে কোনও কাজ হয়নি এই প্রকল্পের আওতায়।
আরও পড়ুন-Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে!
বিপুল সংখ্যক শ্রমিক ক্ষতিগ্রস্ত
প্রকল্পটি বন্ধ হওয়ার আগে, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ৫১ লক্ষ থেকে ৮০ লক্ষ পরিবার এই কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পেতেন। টানা তিন বছর এই প্রকল্প বন্ধ থাকায় রাজ্যের বিপুল সংখ্যক গ্রামীণ শ্রমিক কার্যত কর্মহীন হয়ে পড়েছেন।
তৃণমূলের দাবি ও কেন্দ্রের অবস্থান
তৃণমূল কংগ্রেস-নেতৃত্বাধীন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে অনুরোধ করে আসছিল এই প্রকল্প পুনরায় চালু করার জন্য। হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্র সুপ্রিম কোর্টে আপিল করলেও সেটি খারিজ হয়। ফলে এখন কেন্দ্রের হাতে একমাত্র পথ — ‘বিশেষ শর্তে পুনরায় চালু’ করা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us