কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জায়গায় লকডাউনের শর্ত ঠিকমত মানা হচ্ছে না। নবান্নের ভূমিকায় অসন্তুষ্ট কেন্দ্র। এবার তাই রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলার সাত জেলায় কেন্দ্রীয় দল যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংকে 'গুরুতর' করোনা প্রভাবিত বলে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
বিপর্যয় মোকাবিলা আইনের শর্ত মেনে লকডাউন ঠিক মতো পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন কেন্দ্রী প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও 'গুরুতর' করোনা প্রভাবিত সাত জেলায় অত্যাবশ্যকীয় পণ্যের যোগান কেমন, মানুষ সামাজিক দূরত্ব মানছে কিনা, রাস্তায় লোকজনের যাতায়াত কতটা, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখবেন।
জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই নবান্নকে চিঠি দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় দল বাংলায় আসবে বলে জানানো হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, রাজ্য়ে দুটি দল আসবে। প্রথম দলটির নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র। প্রথম দলটি কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার অবস্থা খতিয়ে দেখবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত জোশীর নেতৃত্বাধীন দ্বিতীয় দলটি জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অভিযোগ মিলেছে যে, বহু রাজ্য কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া লকডাউন গাইডলাইন মানা হচ্ছে না। নির্দেশ না মানলে সংক্রমণ ছড়িয়ে পড়বে। একবার সংক্রমণ ছড়ালে তাকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব। হয়ে পড়বে। তাই কঠোরভাবে লকডাউন পালন করতে হবে।
উল্লেখ্য, প্রথম দিন থেকেই করোনা আক্রান্তের পরিসংখ্য়ান ঘিরে কেন্দ্র এবং রাজ্যের দ্বিমত প্রকাশ্যে আসে। মমতা সরকারের বিরুদ্ধে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ না করার অভিযোগ তোলে বিরোধী শিবির। অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে করোনার ব়্যাপিড টেস্ট কিট, মাস্ক সহ অন্যন্য সামগ্রী না পাঠানোর পাল্টা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপাউতোরের মধ্যেই করোনা লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর কথা জানল স্বরাষ্ট্রমন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন