Advertisment

ED Attacked in Sandeshkhali: সন্দেশখালিতে ইডিকে বেদম মার! রেগে কাঁই অমিত শাহ! ভীষণ কঠিন পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

MHA seeks report from WB Govt: সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডিকে। বনগাঁতেও কেন্দ্রীয় সংস্থার অফিসারদের ঘিরে চলে বিক্ষোভ। গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে যায়। কেন্দ্রীয় সংস্থাও এফআইআর দায়ের করেছে। তবে সন্দেশখালিতে যে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযানে গিয়েছিল সেই শেখ শাহাজাহানের এখনও খোঁজ নেই। শাহাজাহান বাংলাদেশে পালাতে পারে বলে গুঞ্জন ছড়াচ্ছে। সংবাদমাধ্যমে শাহাজাহানের ভাই আলমগীর জানিয়েছেন, তাঁর দাদার সঙ্গে তিনি ফোনে যোগাযোগের বহুবার চেষ্টা করেছেন। তবে এখনও পর্যন্ত তিনি শাহাজাহানের সঙ্গে কথা বলে উঠতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
MHA seeks report from WB Govt ED Attacked in Sandeshkhali

অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

ED Attacked in Sandeshkhali: রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযানে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, বনগাঁয় আক্রান্ত হয়েছে ইডি। এই ঘটনা আগেই জেনেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এতদিনে কঠিন পদক্ষেপ করল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক, এমনই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপে রাজ্যের অস্বস্তি বেড়ে গেল।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সন্দেশখালি (Sandeshkhali), বনগাঁর (Bangaon) ঘটনায় রাজ্য সরকারের বক্তব্য জানতে চায় অমিত শাহের মন্ত্রক।

উল্লেখ্য, রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, বনগাঁয় গিয়েছিলেন ইডি (ED) আধিকারিকরা। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে ঢুকেছিল ইডি। কিন্তু তারপরেই শাহাজাহান (Seikh Shahjahan) অনুগামীরা চড়াও হয় তাঁদের উপর। মারতে মারতে ইডির আধিকারিকদের ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বেধড়ক মারধরে মাথা ফাটে ইডির অফিসারের। কয়েকজনের ঘাড়ে-কোমরে চোট লাগে। কোনওমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। পরে হাসপাতালে ভর্তি হন আহত ইডি আধিকারিক-কর্মীরা।

এরই পাশাপাশি ওই দিনেই বনগাঁতেও রেশন দুর্নীতির তদন্তে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শঙ্কর আঢ্যকে (Shankar Adhya) গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন- CPIM: ব্রিগেডের পরেই মারকাটারি সাফল্য, তৃণমূলের মুখ পুড়িয়ে বিজেপিকে কঠিন শবক শেখাল বামেরা!

ধৃত তৃণমূল নেতা আগেই গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি। তবে তাঁর বাড়ি থেকে বেরনোর সময়েও ইডিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ইডির অফিসারদের হুমকির মুখেও পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরেও চলে বিক্ষোভ।

আরও পড়ুন- এমন কীর্তির কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়! টোটোচালকদের অসামান্য উদ্যোগকে কুর্ণিশ!

সন্দেশখালি, বনগাঁর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যায়। নিন্দার ঝড় বয়ে যায়। ইডিও এফআইআর (FIR) দায়ের করেছে। সংস্থার সদর দফতরে গোটা ঘটনা বিস্তারিতভাবে জানানো হয়েছে। তারপরেই আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন ইডির শীর্ষকর্তা। সংস্থার কলকাতার অফিসারদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করেছেন। এরপরই সন্ধেয় মেলে এই খবর। সন্দেশখালি, বনগাঁয় ইডির আক্রান্ত হওয়ার ব্যাপারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এমনই খবর মিলেছে সংবাদসংস্থা পিটিআই সূত্রে।

আরও পড়ুন- ছাত্রীদের কাণ্ডে আপ্লুত শিক্ষিকারা, মেয়েদের কীর্তিতে ‘হতভম্ব’ হলেও মনে-মনে খুশি বাবা-মায়েরাও

Mamata Banerjee amit shah West Bengal ED MHA Sandeshkhali
Advertisment