Centre on Alapan Banerjee's Show-cause: তুঙ্গে চর্চা। তার মধ্যেই বৃহস্পতিবারই বাংলার প্রাক্তন মুখ্যসচিবের শোকজ নোটিসের জবাব পেয়ে গিয়েছে কেন্দ্র। এখন চলছে সেই জবাব খতিয়ে দেখার পালা। নেওয়া হচ্ছে আইনজ্ঞদের পরামর্শ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হতে পারে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ করা হয়ে তাকে। কিন্তু যেহেতু আলাপনবাবু আপাতত অবসরগ্রহণ করেছেন তাই সেই সম্ভাবনা আপাতত ক্ষীণ। তাই বিকল্প পথ খুঁজছে মোদী সরকার। তাৎপর্যপূর্ণ হল যে কেন্দ্রের পাঠানো শোকজ চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যসচিব হিসেবেই উল্লেখ করা হয়।
আকাশপথে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কলাইকুন্ডা বায়ুঘাঁটিতে পৌঁছেছিলেন মোদী। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে পর্যালোচনা বৈঠকের বিষয়টি আগে থেকেই ঠিক ছিল। কিন্তু কলাইকুন্ডায় পৌঁছানোর পর রাজ্যের প্রতিনিধিদের জন্য মোদীকে ১৫ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। যদিও ওই বৈঠকে বিরোধী দলনেতা তথা বিজেপির একাধিক নেতৃত্বের হাজিরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা। এখ ফাঁকে বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে প্রদানমন্ত্রীকে ক্ষয়ক্ষতির খতিয়ান পেশ করেন। মুখ্যমন্ত্রীর দাবি এরপরই মোদীর অনুমতি নিয়ে কলাইকুন্ডা থেকে দিঘায় চলে যান তিনি। সঙ্গে ছিলেন আলাপনবাবুও।
আরও পড়ুন- Abhishek Banerjee TMC Meeting: সাফল্যের কী পুরস্কার পেতে চলেছেন অভিষেক? জোর চর্চা
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মোদীর বৈঠক এড়িয়ে যাওয়ার জন্য শুরু হয় কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। এরপরই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যের অবসরের দিনই তাঁকে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র। যা বিরুদ্ধে সরব হন মমতা। প্রদানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যসচিবকে বদলির নির্দেশ তুলে নেওয়ার আবদার করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ওই দিন বিকেলেই তা নাকচ করে দেয় কেন্দ্র। সন্ধেয় মমতা জানান আলাপনবাবু অবসর নিচ্ছেন।
কিন্তু তারপরও বিতর্ক থামেনি। কলাইকুন্ডায় ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী তথা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রধান নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠকে কেন বাংলার মুখ্যসচিব হাজির ছিলেন না মুখ্যসচিব তা নিয়ে প্রস্ন তোলে কেন্দ্র। শোকজ করা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (বি) ধারা লঙ্ঘনকারী হিসাবে কেন তাঁর শাস্তি হবে না তা জানতে চাওয়া হয়।
সেই শোকজেরই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন