ঘূর্ণিঝড় মিগজাউমে শক্তি বাড়িয়ে দ্রুত গতিতে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। মঙ্গলবার দুপুরের দিকে অন্ধ্র উপকূলে সর্বশক্তি দিয়ে আছড়ে পড়তে পারে। মৌসম ভবন সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
এদিকে, মিগজাউমের ল্যান্ডফলের আগেই সোমবার দুপুরের পর থেকে তামিলনাড়ুর চেন্নাই উপকুলে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাইয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন সূত্রে খবর, সাগরে শক্তি বাড়িয়েছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়়ে। আর তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূল জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।
মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে বিপর্যস্ত চেন্নাই। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি একাধিক জায়গায়। রাস্তাঘাট জলমগ্ন, নদীতে পরিণত হয়েছে অলি-গলি। জায়গায় জায়গায় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বন্যার জলে হাসপাতালে স্বাস্থ পরিষেবা ব্যাহত হয়েছে। জলরুদ্ধ হয়ে পড়েছে মেট্রো স্টেশনগুলি। অবিরাম বর্ষণের কারণে বেশ চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। চেন্নাই শহরে পাঁচ জনের মৃত্যুও হয়েছে।
আরও পড়ুন শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কাটলেই জাঁকিয়ে শীত?
চেন্নাইয়ে স্কুল-কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। খোলা শুধুমাত্র জরুরি পরিষেবা। মিগজাউমের প্রভাব পড়েছে যান পরিবহনেও। মঙ্গলবার সকাল পর্যন্ত সমস্ত চেন্নাইগামী ও চেন্নাই থেকে যাওয়ার বিমান বাতিল। রানওয়ে জলে ভাসছে। বাতিল বহু ট্রেনও।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। জেলাগুলিতে টানা দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ। কোথাও কোথাও পশল বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টি কমবে।