পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যেই এবার বাড়ছে মাদার ডেয়ারি দুধের। প্রতি লিটারে ২ টাকা দাম বাড়ছে এই সংস্থার দুধের। কলকাতার পাশাপাশি দেশের তিনটি মেট্রো শহর দিল্লি-মুম্বই-নাগপুরে বাড়ছে দুধের দাম। এদিকে, ফের মহার্ঘ পেট্রোলের দাম। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেল। কলকাতায় দিন দুয়েক আগেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল। এদিন লিটারে ৩৯ পয়সা দাম বাড়ায় কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। মুম্বাইতে পেট্রোল আবার ১০৬ টাকা! জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়েছে। স্বাভাবিক ভাবেই প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
Advertisment
কার্যত গোটা দেশের চারটি মেট্রোপলিটন শহরেই সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। ডিজেলও সেঞ্চুরির পথেই। এদিকে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আজ ও কাল রাজ্যব্যাপী প্রতিবাদে তৃণমূল। এদিন উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি দুই শহরতলিতেও শাসক দলের বিক্ষোভ দেখা গিয়েছে। রীতিমতো ধর্নামঞ্চ বেঁধে নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে।
শনিবার পূর্ব বর্ধমানে বিধায়ক বাইককে গরুর গাড়িতে চাপিয়ে নিজে গরুর গাড়ি চালালেন। আবার কোথাও বিধায়ক বর্ধমান শহরে সাইকেল চালিয়ে মিছিল করলেন। কোথাও চারচাকায় দড়ি বেঁধে তৃণমূল কর্মীরা দড়ি দিয়ে গাড়ি টেনে বিক্ষোভে শামিল হয়েছিলেন।
ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল ও যুব তৃণমূল হাজার চারেক কর্মী-সমর্থক হাজির হন। ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন