crime news:আনন্দপুরে গুলশন কলোনিতে তাণ্ডব, নাটকীয় অভিযান দিল্লিতে, শেষমেশ জালে মিনি ফিরোজ

Mini Firoz arrested: হন্যে হয়ে পুলিশ তাকে খুঁজছিল। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান।

Mini Firoz arrested: হন্যে হয়ে পুলিশ তাকে খুঁজছিল। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
আররেস্ত

প্রতীকী ছবি।

কলকাতার আনন্দপুরে কলোনিতে তাণ্ডব, গুলি চালানোর ঘটনায় এবার বড়সড় গ্রেফতারি। রাজধানী দিল্লি থেকে গ্রেফতার ঘটনায় মূল অভিযুক্ত মিনি ফিরোজ। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার ১০ দিনের মাথায় পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী।

Advertisment

জানা গিয়েছে, দিল্লির আজমেরি গেট থেকে রবিবার রাতে গুলশন কলোনিতে তাণ্ডব চালানোর ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ ওরফে মিনি ফিরোজকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। কসবার গুলশন কলোনিতে তাণ্ডবের পর থেকে খবরের শিরোনামে উঠে আসে মিনি ফিরোজের নাম। 

West Bengal Live News Updates:দেবীপক্ষের শুরুতেই কলকাতায় শুটআউট! গার্ডেনরিচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

Advertisment

ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত মিনি-ফিরোজের খোঁজ মিলছিল না। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি টের পাওয়া গেলেও পুলিশ তার নাগাল পাচ্ছিল না। গত ১০ দিন ধরে বিভিন্ন সূত্র মারফত মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে শেষমেষ মিনি ফিরোজের খোঁজ মেলে রাজধানী দিল্লিতে। তাকে ধরতে ফাঁদ পাতে কলকাতা পুলিশের অফিসাররা।

minor girl murder: নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহাংশ উদ্ধার, অভিযুক্ত শিক্ষকের আইনজীবীর বেনজির সিদ্ধান্ত চর্চায়

রবিবার সন্ধেয় দিল্লির আজমেরি গেট চত্বর থেকে গ্রেফতার করা হয় মিনি ফিরোজকে। এর আগে গত ১১ সেপ্টেম্বর কসবার আনন্দপুরের গুলশন কলোনিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধমার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি চলেছিল বলেও অভিযোগ।

New GST Rates: আজ থেকে দামি হল এই জিনিসগুলি! এসির দাম কমল না বাড়ল?

কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মিনি-ফিরোজের খোঁজ মিলছিল না। এব্যাপারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী মিনি ফিরোজ।

kolkata police Bengali News Today Arrested