/indian-express-bangla/media/media_files/2024/11/05/gg95O75hba9oXaCVAVnn.jpg)
Metrorail: প্রতীকী ছবি।
Noapara-Barasat Metro:বারাসাত-নোয়াপাড়া মেট্রোরেল নিয়ে বিরাট আশার কথা খোদ রাজ্যের মন্ত্রীর মুখে। বছর দু'য়েকের মধ্যেই বারাসাত-নোয়াপাড়া মেট্রো রেল চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোরেল তৈরির ঘোষণা করেছিলেন। বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রস্তাবিত রেলপথ দুই ভাগে বিভক্ত। যার মধ্যে একটি ভাগ নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর।
নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট দিয়ে মেট্রো রেল যাবে মাটির উপর দিয়ে। অন্যদিকে, যশোর রোড এবং বিমানবন্দর স্টেশনটি হবে মাটির নিচে। বছর সাত-আটেক আগে এই অংশে মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল। এই রুটে বিমানবন্দর থেকে পরের বারাসাত পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ রয়েছে। এই পদ্ধতিতে মেট্রো রেলের পথ তৈরিতে জমিজট অন্যতম প্রধান কারণ। আগে এক্ষেত্রে মেট্রোরেলের সম্প্রসারণের কাজে রীতিমতো বাধা তৈরি হয়েছিল।
আরও পড়ুন- West Bengal News: 'CBI-ED খাঁচার টিঁয়া, প্রভু যা বলে তাই করে', কেন্দ্রকে তুলোধনা শোভনদেবের
সমস্যা মেটাতে এই এলাকার বেশ কিছুটা মেট্রো রুট ভূগর্ভস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতেও সমস্যা মেটেনি। কয়েক হাজার দোকানদার এবং অবৈধ নির্মাণ এক্ষেত্রে বড় বাধা। সেই সব জট কাটিয়ে মেট্রো রেলের পথ নির্মাণে বিরাট-বিরাট চ্যালেঞ্জ নিতে হবে প্রশাসনকে।
আরও পড়ুন- Eastern Rail: কুম্ভ মেলায় যাবেন? বাংলার ভক্তদের জন্য যুগান্তকারী বন্দোবস্ত রেলের
তবে রবিবার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বারাসাত-নোয়াপাড়া মেট্রো ভায়া এয়ারপোর্ট ট্রায়াল হয়েছে। মন্ত্রীর আশা, ২০২৬ সালে বারাসাত পর্যন্ত মেট্রো আসবে।