/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/protest_077a2e.jpg)
পুলিশ গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
Boy beaten to death: চুরির অভিযোগে এক কিশোরকে আশ্রমে ডেকে পাঠিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। তারই জেরে ওই নাবালকের মৃত্যু হয় বলে দাবি। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বারুইপুরের উত্তরভাগ এলাকায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। আশ্রমের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দশা হয় পুলিশের।
বৃহস্পতিবার রাতে বারুইপুরের উত্তরভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান ক্ষুব্ধ বাসিন্দারা। রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছোয় ওই আশ্রম চত্বরে। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশ গেলে বিক্ষোভ চরম আকার নেয়।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে গ্রামবাসীদের। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশও পৌঁছোয় এলাকায়।
আরও পড়ুন- Mango: অচিরেই হারিয়ে যাবে বাংলার সাধের আম? মারাত্মক আশঙ্কা দানা বাঁধতেই শুরু প্রবল প্রতিবাদ
গ্রামবাসীদের অভিযোগ, ওই নাবালককে আশ্রমে ডেকে পাঠিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাকাবাসীদের দাবি মেনে আশ্রমের মাতাজি-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত