/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি।
Poison ingestion: বিষ খেতে কেমন? অদ্ভুত এই কৌতূহলের বশে প্রায় প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে ঘরে রাখা থাকা কীটনাশক অল্প অল্প করে পান করত নবম শ্রেণীতে পাঠরত নাবালক নিতাই বাগদি (১৫)। বিষের স্বাদ পেলেও তার জন্য তেমন কোনও শারীরিক অসুস্থতা বা সমস্যা না হওয়ায় তার কৌতূহল আরও বাড়তে থাকে। সেই কৌতূহলের
উত্তর পেতে মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের কিশোর নিতাই গত শুক্রবার একটু বেশি পরিমাণে বিষ পান করতেই তাঁর মর্মান্তিক পরিণতি হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে নিতাই বাগদির মৃত্যু হয়েছে।
মৃত নাবালকের কাকা গৌরাঙ্গ বাগদি জানান, বিষ সম্পর্কে নানা রকম কৌতূহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে নিতাই বাগদি। কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই নিতাই বাগদি বেশি পরিমাণে পান করে নেয়। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে প্রথমে মুর্শিদাবাদের কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে শারীরিক পরিস্থিতির অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই ঘটনার পর নাবালকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বাসিন্দারাও এমন ঘটনা জানার পর হতভম্ব হয়ে পড়েছেন। শুধুমাত্র কৌতূহলের বশেই বিষ কেমন তা বুঝতে গিয়ে জীবন খোয়াতে হল নাবালককে।
এই বিষয়ে মনোবিদ ডাঃ শান্তরূপ দে বলেন, "বয়স সন্ধিকালে ছেলে-মেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৌতূহল হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে পরিবারের উদাসীনতা পুরোপুরি দায়ী। যখন পরিবারের লোকজন বিষয়টি জানতে বা বুঝতে পারে, তখন তাদের সচেতন হওয়া জরুরি ছিল।"
আরও পড়ুন- Congress-TMC: বাংলায় বিরাট ধাক্কা কংগ্রেসে! হাত ছেড়ে ডাকাবুকো এই নেতা এবার কোন দলে জানেন?