Maldah Rape: আরজিকর কাণ্ড নিয়ে যেখানে তোলপাড় গোটা রাজ্য। তারই মধ্যে মাদক মিশিয়ে বেহুশ করে একাদশ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় অচৈতন্য ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করে রীতিমতো ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে। ঘটনার অন্তত একমাস কেটে গেলেও এখনো গৌরব মন্ডল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করছে না পুলিশ বলে নির্যাতিতা পরিবারের অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার নির্যাতিতা ওই ছাত্রী ও তাঁর পরিবারের লোকেরা মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে দেখা করে আবারো অভিযুক্ত যুবক ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত নালিশ জানিয়েছেন।
Advertisment
নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ, 'পুলিশের কাছ থেকে মামলা তুলে নেওয়ার জন্য রীতিমতো অভিযুক্তের পরিবার প্রাণনাশের হুমকি দিচ্ছে'। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্যাতিতা নাবালিকা ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী যুবক গৌরব মন্ডল তাকে তার ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মাদক মিশিয়ে অচৈতন্য করে শারীরিক সম্পর্ক করে এবং সমস্ত ঘটনার ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে বারবার ব্ল্যাকমেইল করতো। এনিয়ে সে প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয়। এরপর সমস্ত ঘটনা সে তার পরিবারকে জানায়। এই ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয় । কিন্তু ব্যবস্থা নেয় নি পুলিশ। বাধ্য হয়ে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
এদিকে এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান সরকারের আমলে পুলিশ কোন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আর সেই কারণেই অপরাধীরা, একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপির জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির। জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, বিজেপি শুধু সমালোচনা করতে শিখেছে। এমন ঘটনার জন্য আইন আছে। পুলিশ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে।