Advertisment

Bomb Blast in Pandua: ভোটের বাংলায় বোমা বিস্ফোরণ! মর্মান্তিক মৃত্যু কিশোরের, রক্তাক্ত আরও ২ নাবালক

Bomb Blast: সোমবার সকালে রাস্তায় ক্রিকেট খেলছিল তিন কিশোর। তখনই ঘটে যায় এই মারাত্মক বিপত্তি। নির্বাচনের আবহে এই বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারাও। প্রশাসনও ঘোর উদ্বেগে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Minor killed in bomb blast in Hooghly pandua

Bomb Blast in Pandua: প্রতীকী ছবি।

Hooghly News: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে মারাত্মক ঘটনা হুগলির (Hooghly) পাণ্ডুয়ায়। বোমা ফেটে মৃত্যু এক কিশোরের। বোমার আঘাতে গুরুতর জখম আরও ২ কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনিতে তিন কিশোর রাস্তায় ক্রিকেট খেলছিল। হঠাৎ তাঁদের বলটি পাশের পুকুরে গিয়ে পড়ে। সেই বল তুলতে গিয়েই ঘটে যায় বিরাট বিপত্তি। পুকুর পাড়ে একটি বালতি রাখা ছিল। কোনওভাবে ওই বালতিতে হাত ঢোকায় এক কিশোর। সেই মুহূর্তে বিরাট শব্দে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। গোটা এলাকা কেঁপে ওঠে।

বিস্ফোরণের তীব্রতায় কার্যত উড়ে যায় ওই কিশোর। পাশে দাঁড়ানো আরও দুই কিশোর বিস্ফোরণের জেরে মারাত্মক জখম হয়। রক্তাক্ত অবস্থায় তিনজনকে স্থানীয়রাই উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই কিশোরের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন- Attacks on BJP Workers: চুলের মুঠি ধরে ফেলে মার BJP-র মহিলা কর্মীকে, শ্লীলতাহানিরও অভিযোগ, ধৃত ৬

লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়। মজুত বোমা ফেটেই ওই বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের কারও কারও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নির্বাচনের আবহে এমন কাণ্ডে স্বভাবতই উদ্বেগে প্রশাসন।

bomb blast Hooghly loksabha election 2024 hooghly news
Advertisment