Bangladesh Unrest: শেখ হাসিনা সরকারের পতন হলেও হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। ওপার বাংলার দিকে দিকে সংখ্যালঘু হিন্দুদের উপর প্রতিদিন অবর্ণনীয় অত্যাচার নেমে আসছে, এমনই অভিযোগ উঠছে ফি দিন। এবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় হাজার হাজার সংখ্যালঘুরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। একইভাবে বাংলাদেশে থাকা হিন্দুদের স্বার্থ রক্ষায় এপার বাংলাতেও পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
বাংলাদেশে এখন সেনা নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সবার স্বার্থ রক্ষার জন্য কাজ করবেন বলে ঘোষণা করেছিলেন। তবে ইউনুসের সেই ঘোষণায় যে আম বাংলাদেশিরা কর্ণপাত করছেন না তা গত কয়েকদিনে সে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক হামলা-আক্রমণের ঘটনা তার প্রমাণ।
হিন্দুদের উপর হামলা বন্ধের দাবিতে এবং গোটা বাংলাদেশের শান্তি ফেরানোর দাবিতে পথে নেমেছেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। শনিবার ডাকা, চট্টগ্রামের রাস্তায় হাজার হাজার হিন্দু প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। হাতে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বহু হিন্দু পরিবার সুরক্ষার দাবিতে রাজধানী ঢাকায় গলা ফাটিয়েছেন।
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য দারুণ আনন্দের বাম্পার খবর! কী জানাচ্ছেন মৎস্যজীবীরা?
অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বন্ধের দাবি উঠেছে এপার বাংলাতেও। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সরব হয়েছে সন্তমণ্ডলী। ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে সুর চড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদও।
বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্থান এবং হিন্দু নাগরিকত্বের ওপর অত্যাচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশনের সাধু সন্ন্যাসী, সাধ্বী ও ভক্তরা কলকাতায় জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছে।
আরও পড়ুন- Digha: পর্যটকদের স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ! এবার ফাটাফাটি আনন্দের স্রোতে ভাসুন দিঘায়