Advertisment

Kolkata Robbery: পরিচিতের ডাকে দরজা খুলতেই হাড় হিম কাণ্ড! খাস কলকাতায় ফের চলল গুলি

Tollygunge Incident: এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রোমহর্ষক এই ঘটনার জেরে ফের একবার কলকাতা শহরের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
miscreants tried to looth and open fired at kolkata tollygunge lake avenue, কলকাতায় ফের চলল গুলি

প্রতীকী ছবি।

Kolkata Robbery: খাস কলকাতায় ফের গুলি চালানোর অভিযোগ। টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলে ঢুকে লুঠপাটের চেষ্টা দুষ্কৃতীদের। ফ্ল্যাটের বাসিন্দাদের চিৎকারে চম্পট ডাকাতদলের। পালানোর পথে শূন্যে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার মহানগরী তিলোত্তমার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Advertisment

জানা গিয়েছে, টালিগঞ্জের ৬৮ নম্বর লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের নয় তলায় থাকেন প্রবীণ দে দম্পতি। স্ত্রী পুণম দেকে নিয়ে থাকেন দেবাশিস দে। বৃদ্ধ দেবাশিসবাবু পেশায় ব্যবসায়ী। ওই বহুতলে গত কয়েক বছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন সঞ্জয় নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবাশিস দের ফ্ল্যাটে সঞ্জয় তার সঙ্গে আরও দু'জনকে নিয়ে ঢুকেছিল।

দেবাশিস দের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজায় সঞ্জয়। সঞ্জয় পরিচিত হওয়ায় ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিলেন দেবাশিস দে। ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা করে সঞ্জয়-সহ বাকিরা। প্রবল আতঙ্কে তীব্র চিৎকার শুরু করে দেন দেবাশিস দে ও তাঁর স্ত্রী পুণম। দেবাশিসবাবুদের প্রচন্ড চিৎকার শুনে ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দা দৌড়ে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে সঞ্জয় সহ মোট তিনজন সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে শূন্যে এক রাউন্ড গুলি চালায় তারা।

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! দুরন্ত দক্ষতায় দারুণ তৎপরতা রেলের

আরও পড়ুন- Digha-Rath Yatra: সামনেই রথযাত্রা! দিঘায় তুঙ্গে তোড়জোড়, বড় ঘোষণা প্রশাসনের

এই ঘটনার পরেই দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে কলকাতার বিভিন্ন প্রান্তে চলে চিরুনি তল্লাশি। প্রচন্ড তৎপরতায় লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা গত রাতেই তিনজনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টালিগঞ্জের ওই বহুতলে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগে পড়ুন! অভূতপূর্ব তৎপরতায় যুগান্তকারী সাফল্যের শীর্ষে কলকাতা মেট্রো

Robbery kolkata news Shootout
Advertisment