মিঠুন চক্রবর্তী অভিনীত দেব প্রযোজিত প্রজাপতি কেন নন্দনে ঠাঁই পায়নি? এই নিয়েই আপাতত শাসক-বিরোধী তরজা চলছে। মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর সফা কথা, 'রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোক মুখিয়ে আছে। এত সুন্দর হল নন্দন সেখানে শো দেওয়া হল না। আসলে উনি বিজেপির লোক বলেই এটা হল।' এবার দিলীপবাবুকে জবাব দিতে পাল্টা বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কী বলেছেন কুণাল?
সোমবার তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রজাপতি বিতর্কে মুখ খুলে বলেন, 'আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে।'
চলচ্চিত্রের জন্য নন্দন পাওয়া, না পাওয়া নিয়ে রাজনৈতিক আনুগত্য সংক্রান্ত অভিযোগ নতুন নয়। এর আগে বাম সমর্থক বলে অনীক দত্তর ‘অপরাজিত’ নন্দনে প্রদর্শণের সুযোগ পায়নি। যা নিয়ে বহু বিতর্ক হয়েছে। তৃণমূল সাংসদ হলেও দেবের ছবি প্রজাপতি-ও সেই বিতর্ক এড়াতে পারল না। প্রজাপতি ঘিরেই এখন ভরপুর রাজনীতির রং।
এর আগে নন্দনে প্রজাপতির ঠাঁই না মেলায় আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বয়ং দেব। লিখেছিলেন, 'নন্দনকে এবার খুবই মিস করব। তবে কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে।'