/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/mamata-mithun.jpg)
বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারত বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।
Mithun And Dev: তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব-কে আগামী ২১ ফেব্রুয়ারি ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার দিল্লির ইডি দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। সব নথি নিয়ে দেবকে দেখা করতে বলা হয়েছে। সরব তৃণমূল। 'প্রতিহিংসার রাজনীতি' বলে অভিযোগ রাজ্যের শাসক শিবিরের। উল্টো সুর গেরুয়া দলের। সত্যিই কি গরু পাচারের অর্থ তছরুপে অভিযুক্ত দেব? শুক্রবার এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথা ভারত বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।
দেব প্রসঙ্গে কী বলেছেন মিঠুন?
মিঠুন ও দেবের স্নেহের সম্পর্কে চিড় ধরাতে পারেনি রাজনীতি। 'প্রজাপতি' চলচ্চিত্রে বাবা ও ছেলের চরিত্রে দু'জনের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। রাজনীতির উর্ধ্বে গিয়ে সিনেমার বাইরেও মিঠুনকে অভিভাবক হিসেবেই সম্মান করেন দেব। একথা আগেও বহুবার বলেছেন দেব। মিঠুনও দেবকে ছেলের মতোই ভালোবাসেন। দেবের প্রতি সেই স্নেহের সুরই শোনা গেল মিঠুনের বক্তব্যে। দরাজ প্রশংসা করলেন তৃণমূল সাংসদের।
দেবকে গরুপাচার মামলায় ইডি-র তলব প্রসঙ্গে এ দিন মিঠুন বলেন, 'ব্যক্তিগতভাবে বলতে পারি দেব ওরকম ছেলে নয়। দেব খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছু আর বলার নেই।'
আরও বলুন-WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুরন্ত উদ্যোগ রাজ্যের, জেনে রাখুন
গরু পাচার মামলায় দেবকে আগেও তলব করেছিল সিবিআই। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ। তৃণমূল সূত্রে খবর, ২১ ফেব্রুয়ারি সাংসদ-অভিনেতা হাজিরা দেবেন দিল্লির ইডি দফতরে।