Mamata Banerjee On Mithun Chakrabarty: মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের পর এবার মুখ্যমন্ত্রীর 'গদ্দার' তালিকায় নয়া সংযোজন বিজেপি নেতা তথা 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচার সভা থেকে নাম করে মিঠুনকে চাঁচাছোলা ভাষায় 'গদ্দার' বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রায়গঞ্জের প্রচারসভায় এ দিন শুরু থেকেই বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণের শুরুতেই আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে। মমতা বলেন, 'ওঁকে রাজ্যসভার প্রার্থী করেছিলাম। কিন্তু সেও মুম্বইতে আরএসএস অফিসে বসে বিজেপিতে যোগ দিল। মাথা নীচু করে দিয়ে এসেছিল। বাংলার আরও একজন গদ্দার মিঠুন চক্রবর্তী। এঁরা দোআঁচলা। এরা কোনওদিন মানুষের জন্য রাজনীতি করেননি। জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলেই মনে করি না।'
জোড়া-ফুল ছেড়ে পদ্মে যোগ দিলেও তৃণমূল নেত্রীকেই তাঁর রাজনৈতিক জীবনের গুরু বলে জানিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের মহা-তারকা মিঠুন চক্রবর্তী। দাবি করেছিলেন, এখনও পর্যন্ত তাঁর রাজনীতিতে যা কিছু করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন- Sukanta Majumdar: রকেট গতিতে সম্পত্তি বেড়েছে সুকান্তর! ২০১৯-এর পর থেকে সেই তথ্যে ‘আশ্চর্য্য’ হবেন!
তবে, রাজনীতির বাইরেও মমতা-মিঠুন সম্পর্কের অবনতি ঘটে। শেষে মিঠুনকে 'গদ্দার' বলে সম্বোধন করলেন তৃণমূল নেত্রী।
কেন বিজেপিতে যোগ দিলেন মিঠুন? মমতার দাবি, 'মনে আছে, এক মামলায় ফেঁসে গেছিল মিঠুনের ছেলে, তাঁকে বাঁচানোর জন্যই বিজেপিতে যোগ দিয়েছে।'
ভোটের প্রচারে বৃহস্পতিবার শিলিগুড়িতে সভা রয়েছে বিজেপি নেতা মুঠুন চক্রবর্তীর। দেখার সেখান থেকে মমতার নিশানার প্রেক্ষিতে কোনও জবাব দেন কিনা 'মহাগুরু।'