Advertisment

'আমি ফ্রাস্ট্রেটেড' রুপোলি পর্দায় ৪৩ বছর কাটিয়েও কীসের আক্ষেপ মিঠুনের?

কেন এমন বললেন 'মহাগুরু'?

author-image
IE Bangla Web Desk
New Update
Mithun chakraborty is disappointed in recovering crores of rupees in West Bengal

মিঠুন চক্রবর্তী

তিনি মহাগুরু। রুপোলি পর্দার ডিস্কো ড্যান্সার। বাংলার চলচ্চিত্র পের্মীদের কাছে ভালোবাসার নাম মিঠুন চক্রবর্তী। কিন্তু, বর্তমানে মিঠুনের হতাশ লাগে। বলেছেন, 'আমি ফ্রাস্ট্রেটেড'। কেন এই মন্তব্য করেছেন বিজেপির 'কোবরা'?

Advertisment

সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি নগদ উদ্ধার হয়েছে। জেলে পার্থ চট্টোপাধ্যায়। অনুব্রত মণ্ডলও কারাবন্দি। এই নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন চক্রবর্তী বলেন, 'এই পরিস্থিতি দেখে আমার ফ্রাস্ট্রেটেড লাগছে। আমি এত টাকা কামাতে পারলাম না।' সঙ্গে যোগ করেন, 'আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি না। কার নীচে, কত টাকা পাওয়া গেল, যাঁর টাকা তিনি বলতে পারবেন।'

আরও পড়ুন- ২১ তৃণমূল বিধায়কের বিজেপি যোগ: ‘ব্যাক আপ ছাড়া কথা বলি না’, দাবিতে অনড় ‘কোবরা’

মহালয়ার আগেই তিনটি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রীয যানিয়ে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে 'ব্যতিক্রম' বলে দেগে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। বলেছেন, 'এটা ব্যতিক্রম। কে, কোন সময় পুজো করবেন, না করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, এটা শুভ সময়। আমার মনে হতে পারে। আপনার না মনে হতে পারে।'

শুক্রবার দেবীপক্ষের সূচনায় দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে স্থানীয় সাংসদ সুকান্তের একটি পুজোর উদ্বোধন করবেন মিঠুন। যা নিয়েও বিতর্ক। বিজেপির অভিযোগ, জেলা সার্কিট হাউসে মিঠুনকে থাকতে দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। তবে এ প্রসঙ্গে শনিবার সরাসরি কোনও মন্তব্য করেননি 'কোবরা'।

partha chatterjee Arpita Mukherjee mithun chakraborty bjp tmc
Advertisment