Advertisment

Mithun Chakraborty-Suvendu Adhikari: 'বাধা মানবে না, ভেঙেচুরে বেরিয়ে যাবে', শুভেন্দুর উপর বিরাট 'ভরসা' মিঠুনের!

Mithun Chakraborty-Suvendu Adhikari: মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ দুই রাজনীতিবিদের মধ্যে কথা হয়েছে। হাসাপাতালে থাকাকালীন তৃণমূল সাংসদ দেবও গিয়েছিলেন মিঠুনকে দেখতে। দিন কয়েক চিকিৎসার পর আপাতত সুস্থ ৭৩ বছর বয়সী মিঠুন চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mithun Chakraborty on Suvendu Adhikari

Mithun Chakraborty-Suvendu Adhikari: হাসপাতালে থাকাকালীন মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Mithun Chakraborty-Suvendu Adhikari: দিন কয়েক হাসপাতালে কাটানোর পর আজ ছুটি পেয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। খাদ্যাভ্যাসে কিছু অনিয়মের কারণেই তাঁর শারীরিক পরিস্থিতির আচমকা অবনতি হয় বলে দাবি তাঁর। প্রত্যেককে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলা উচিত বলে বার্তা দিয়েছেন মহাগুরু। তবে এদিন হাসপাতালে থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মিঠুন চক্রবর্তীর মুখে।

Advertisment

শুভেন্দু প্রসঙ্গে মিঠুনের মন্তব্য…

"তিনি একজন শক্তিশালী নেতা। ওঁকে আটকানো মুশকিল। সব বাধা টপকে শুভেন্দুদা এগিয়ে যাবে। বাধা মানবে না, ভেঙে-চুরে বেরিয়ে যাবে।"

আরও পড়ুন- Mamata Banerjee-Dev: ‘তুমি তো চ্যাম্পিয়ন’, দেবকে পাশে দাঁড় করিয়ে কেন একথা মুখ্যমন্ত্রীর মুখে?

এদিকে, মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। দেবকে নিয়ে ইদানিং বিস্তর জলঘোলা হয়েছে। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে দেবকে নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে মিঠুনকে। দেব প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী এদিন বলেন, "কোনও পলিটিক্যালি কথা নয়। দেব ভালো ছেলে, জেনুইন ছেলে। পলিটিক্যালি নো কমেন্টস।"

আরও পড়ুন- Sandeshkhali-CV Ananda Bose:’শাহজাহান-শিবুরা ফিরলে এবার যা করবে মুখ দেখাতেও পারব না’, রাজ্যপালকে বললেন মহিলারা

সামবেনেই লোকসভা নির্বাচন নির্বাচন (Loksabha Election 2024)। দলের হয়ে দাঁড়াচ্ছেন তিনি? ভোটের প্রচারে তাঁকে দেখে যাবে? এদিন এপ্রসঙ্গে সোজাসপ্টা উত্তর দিয়েছেন মহাগুরু। তিনি এদিন বলেন, "ভোটে না নামলেও প্রচারে থাকব।"

Suvendu Adhikari Dev mithun chakraborty
Advertisment