/indian-express-bangla/media/media_files/2025/07/24/mithun-chakraborty-warning-2025-07-24-17-37-02.jpg)
Mithun Chakraborty: BJP নেতা মিঠুন চক্রবর্তী।
Bengal Assembly Election-SIR: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি বিধানসভায় গঠন করা হবে ‘মিঠুন যোদ্ধা’ নামে বিশেষ কুইক রেসপন্স টিম। এমনই ঘোষণা করলেন অভিনেতা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তী। প্রতি বিধানসভায় অন্তত ১৫০ জন তরুণ নিয়ে গঠিত হবে এই দল, যারা বিজেপির কর্মী ও নেতৃত্বকে প্রয়োজনে তৎক্ষণাৎ সহায়তা করবে।
সোমবার সকালে পদাতিক এক্সপ্রেসে করে মালদায় পৌঁছান মিঠুন চক্রবর্তী। পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি পাঁচতারা হোটেলে বিশ্রামের পর তিনি যোগ দেন জেলা বিজেপি আয়োজিত বিজয়া সম্মিলনীতে।
আরও পড়ুন-'সংসার-স্কুল সামলে রাতে ভোটারদের বাড়ি যাওয়া সম্ভব নয়', ক্ষোভে ফেটে পড়লেন BLO-রা
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, “প্রতিটি বিধানসভায় ১৫০ জনের কুইক রেসপন্স টিম তৈরি হবে—‘মিঠুন যোদ্ধা’ নামে। কোনও রকম তৃণমূলী সন্ত্রাস ঘটলে তারা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে।”
এদিন এসআইআর (SIR) ইস্যু নিয়েও রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। এই ইস্যুতে তাঁর বক্তব্য “এসআইআর-এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষ নেওয়া। নির্বাচন কমিশন কোথাও বলেনি, কোনও ভারতীয় মুসলিম ভোটাধিকার হারাবেন বা কোনও হিন্দু ভোটার তালিকা থেকে বাদ যাবেন। তাহলে বিরোধিতা কেন?”
তিনি আরও বলেন, “আপনারা ভয় পাচ্ছেন, তাই তৃণমূল ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না। আগামী বিধানসভা ভোটই শেষ লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে।” দলের কর্মীদের আইনগত ও সাংগঠনিক সহায়তার জন্য এদিন দুটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেন তিনি, যাতে কোনও সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের একাংশ 'মহাগুরু'র নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকী, তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাওয়ার দাবিও ওঠে। সাংবাদিকদের প্রশ্নে মিঠুন চক্রবর্তীর জবাব, “দল যদি চায়, আমি মুখ্যমন্ত্রী হব। দল যাকে বলবে, তিনিই মুখ্যমন্ত্রী হবেন।”
পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন জেলার বিজেপি বিধায়ক, নেতৃত্ব ও কর্মীরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us