Mithun Chakraborty: 'দল চাইলে মুখ্যমন্ত্রী হব', প্রতি বিধানসভায় ‘মিঠুন যোদ্ধা’ কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা মিঠুন চক্রবর্তীর

BJP Bengal: রাজ্যের প্রতি বিধানসভায় ১৫০ জন নিয়ে গঠিত হবে ‘মিঠুন যোদ্ধা’ কুইক রেসপন্স টিম—তৃণমূলকে টক্কর দিতে বিজেপির নতুন উদ্যোগ ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী।

BJP Bengal: রাজ্যের প্রতি বিধানসভায় ১৫০ জন নিয়ে গঠিত হবে ‘মিঠুন যোদ্ধা’ কুইক রেসপন্স টিম—তৃণমূলকে টক্কর দিতে বিজেপির নতুন উদ্যোগ ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী।

author-image
Madhumita Dey
New Update
Mithun Chakraborty, BJP Bengal, Mithun Warriors, Quick Response Team, Bengal Assembly Election, Trinamool Congress, Malda, Political Rally, Vijay Sammelan, SIR issue, Bengal Politics, Chief Minister Candidate,মিঠুন চক্রবর্তী, বিজেপি, মিঠুন যোদ্ধা, কুইক রেসপন্স টিম, তৃণমূল কংগ্রেস, মালদা, বিধানসভা নির্বাচন, বিজয়া সম্মেলনী, এসআইআর বিতর্ক, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, বাংলা রাজনীতি

Mithun Chakraborty: BJP নেতা মিঠুন চক্রবর্তী।

Bengal Assembly Election-SIR: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি বিধানসভায় গঠন করা হবে ‘মিঠুন যোদ্ধা’ নামে বিশেষ কুইক রেসপন্স টিম। এমনই ঘোষণা করলেন অভিনেতা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তী। প্রতি বিধানসভায় অন্তত ১৫০ জন তরুণ নিয়ে গঠিত হবে এই দল, যারা বিজেপির কর্মী ও নেতৃত্বকে প্রয়োজনে তৎক্ষণাৎ সহায়তা করবে।

Advertisment

সোমবার সকালে পদাতিক এক্সপ্রেসে করে মালদায় পৌঁছান মিঠুন চক্রবর্তী। পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি পাঁচতারা হোটেলে বিশ্রামের পর তিনি যোগ দেন জেলা বিজেপি আয়োজিত বিজয়া সম্মিলনীতে।

আরও পড়ুন-'সংসার-স্কুল সামলে রাতে ভোটারদের বাড়ি যাওয়া সম্ভব নয়', ক্ষোভে ফেটে পড়লেন BLO-রা

Advertisment

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, “প্রতিটি বিধানসভায় ১৫০ জনের কুইক রেসপন্স টিম তৈরি হবে—‘মিঠুন যোদ্ধা’ নামে। কোনও রকম তৃণমূলী সন্ত্রাস ঘটলে তারা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে।”

এদিন এসআইআর (SIR) ইস্যু নিয়েও রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। এই ইস্যুতে তাঁর বক্তব্য “এসআইআর-এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষ নেওয়া। নির্বাচন কমিশন কোথাও বলেনি, কোনও ভারতীয় মুসলিম ভোটাধিকার হারাবেন বা কোনও হিন্দু ভোটার তালিকা থেকে বাদ যাবেন। তাহলে বিরোধিতা কেন?”

আরও পড়ুন-Offbeat Destination: ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে! চায়ের সুবাসে মোড়া স্বপ্নের গ্রাম, কোলাহলমুক্ত উত্তরবঙ্গের এই প্রান্তে স্বর্গসুখ!

তিনি আরও বলেন, “আপনারা ভয় পাচ্ছেন, তাই তৃণমূল ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না। আগামী বিধানসভা ভোটই শেষ লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে।” দলের কর্মীদের আইনগত ও সাংগঠনিক সহায়তার জন্য এদিন দুটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেন তিনি, যাতে কোনও সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের একাংশ 'মহাগুরু'র নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকী, তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাওয়ার দাবিও ওঠে। সাংবাদিকদের প্রশ্নে মিঠুন চক্রবর্তীর জবাব, “দল যদি চায়, আমি মুখ্যমন্ত্রী হব। দল যাকে বলবে, তিনিই মুখ্যমন্ত্রী হবেন।”

আরও পড়ুন-Delhi labourer death: বিজেপি শাসিত রাজ্য কাজে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যু, দেহ আটকে টাকা চাওয়ার অভিযোগে উত্তাল

পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন জেলার বিজেপি বিধায়ক, নেতৃত্ব ও কর্মীরা।

SIR West Bengal News Bengal BJP mithun chakraborty