নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি এখনও জারি। তল্লাশি চলাকালীন চূড়ান্ত নাটকীয়তা। বিধায়ক বাড়ির পাশের পুকুরে তাঁর দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছেন বলে অভিযোগ। সেই পুকুরে পাম্প লাগিয়ে জল তুলে ফেলার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুটি মোবাইলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বহু তথ্য থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। তবে সূত্রের খবর, মোবাইল দুটি বাড়ির পাঁচিলের বাইরে দাঁড়ানো কারও হাতেও দিয়ে থাকতে পারেন বিধায়ক। সেব্যাপারে টানা জিজ্ঞাসাবাদ বিধায়ককে।
গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যায় সিবিআই। সেই থেকে টানা জিজ্ঞাসাবাদ চলছে তৃণমূল নেতাকে। তাঁর বড়ঞার আন্দির বাড়িতে চলছে তল্লাশি। অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে মুর্শিদাবাদের এই তৃণমূল বিধায়কেরও। সরকারি চাকরি দেওয়ার নামে তিনিও টাকা তুলেছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, এর আগে মুর্শিদাবাদ থেকেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এক ব্যক্তিকে সিবিআই গ্রেফতার করে। তাঁকে জেরা করেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম উঠে আসে।
আরও পড়ুন-স্বস্তির AC-র বহুল ব্যবহারে বড় আরাম, কিন্তু প্রকৃতির রোষে উত্তাপে মরণ
সেই মতো শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিধায়কের বড়ঞার আন্দির বাড়িতে চলছে টানা তল্লাশি অভিযান। ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।
অভিযোগ, তল্লাশি চলাকালীন আচমকা নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বিধায়ক। ওই মোবাইল ফোনে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছে সিবিআই। ফোন উদ্ধারে পুকুর থেকে পাম্প দিয়ে জল তুলে ফেলার কাজ চলছে। একইসঙ্গে টানা জিজ্ঞাসাবাদ তৃণমূলের বিধায়ককেও।