Advertisment

Lok Sabha Election 2024: দলীয় বিধায়কের ছেলেই 'গরু পাচারকারী'! পদ্ম প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরালেন বিজেপি কর্মীরা

Asansol Lok Sabha Election 2024: চরম বিড়ম্বনায় আসানসোলের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
mla son of party is a cow smuggler BJP workers protested after seeing candidate s s ahluwalia lok sabha polls 2024, কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দারের ছেলে গরু পাচেরের সঙ্গে যুক্ত প্রচারে এস এস আলুওয়ালিকা দেখেই বিক্ষোভ বিজেপি কর্মীদের

Election 2024: দলের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার।

BJP Candidate S S Aluwalia Is Uncomfortable In Campaigning: একে তো দেরিতে তাঁকে প্রার্থী করা হয়েছে। তারপর উপর তাঁকে নিয়ে নাকি দলের অভ্যন্তরেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসবের পরও যখন প্রচারে বেরলেন আসানসোলের বিজেপি প্রার্থী, তখনও দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়ে চরম বিড়ম্বনায় বর্ষীয়ান বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। বিক্ষোভের কারণও মারাত্মক!

Advertisment

শনিবার আসানসোল লোকসভার অন্তর্গত কুলটি বিধানসভার এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানার মোড় পর্যন্ত একটি রোড-শো ছিল বিজেপি প্রার্থীর। সেই রোড-শো কেন্দুয়া বাজারে পৌঁছতেই বেশ কয়েক জন বিজেপি কর্মী, সমর্থককে দলীয় পতাকা হাতে বিক্ষোভ শুরু করেন। অস্বস্তিতে পড়ে যান পদ্ম শিবিরের বর্ষীয়ান প্রার্থী।

কেন এই বিক্ষোভ? বিজেপি কর্মী জিশান কুরেশির অভিযোগ, প্রথমত বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও লোকসভা প্রার্থীর প্রচারের ব্যাপারে তাঁদের জানানো হয় না।এছাড়া কুলটির বর্তমান বিধায়কের অজয়কুমার পোদ্দারের ছেলে গরু পাচারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ জিশানের। দলকে নাকি সবটা জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাই লোকসভার প্রার্থীকে সামনে পেয়ে অভিযোগ জানাচ্ছেন তাঁরা।

কুলটিবাসীরা এ বার বিজেপিকে ভোট দেবেন না বলেও দাবি পদ্ম শিবিরের কর্মী জিশানের।

আরও পড়ুন- Adhir Chowdhury: খাসতালুকে ফের বিক্ষোভের মুখে অধীর, ‘গো-ব্যাক’ শুনে হারালেন মেজাজ, কাকে সপাটে কষালেন চড়?

এই ঘটনায় কেন্দুয়া বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব নিয়ে কি বলছেন এস এস অলুওয়ালিয়া? প্রার্থীর দাবি, 'খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার নাম ঘোষণা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে। অথচ এক জন কর্মী যদি তা মেনে না নেন, তো কী করার আছে?'

এ দিকে অলুওয়ালিয়ার বিরুদ্ধে প্রচারের সময় শিশুদের ব্যবহার করার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শনিবার অলুওয়ালিয়ার রোড শো-র যে সব ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে বেশ কিছু নাবালককে বিজেপির পতাকা হাতে অংশ নিতে দেখা গিয়েছে। তৃণমূলের দাবি, শিশুদের ব্যবহার করে নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা করে অভিযোগ জানানো হবে বলে দাবি শাসক শিবিরের।

এই প্রসঙ্গে অহলুওয়ালিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'মোদীজি বিকশিত ভারতের আহ্বায়ক। বিকশিত ভারত নতুন প্রজন্মের জন্য। আর তাই ওই শিশুরা মিছিলে যোগ দিয়েছিল অভিভাবকদের সঙ্গে।'

2024 General Election asansol s s ahluwalia bjp
Advertisment