স্বামী-স্ত্রী নাকি 'স্মার্ট চোর'। জিন্স-টপ পরেই 'সুপারস্মার্ট' স্বামীর সঙ্গে একের পর এক ঘর সাবাড় করে দিচ্ছিল স্ত্রী। তবে শেষ রক্ষা হল না। কথায় বলে 'অতি চালাকের গলায় দড়ি'! খানিকটা তেমনই ঘটল এই দম্পতির সঙ্গে। এক বাড়িমালিক তাদের 'কুকীর্তি'র টের পেয়েই ধরে ফেললেন হাতেনাতে। তারপর এই স্মার্ট চোরেদরে সঙ্গে যা ঘটল তা নিয়ে অবশ্য বিতর্কের অবকাশ থাকছে।
একের পর এক এলাকায় বাড়ি ভাড়ার নামে ঢুকে পড়তো এই দম্পতি। তারপর সুযোগ বুঝে বাড়িমালিকদের ভেলকি দেখিয়ে নিমেষের মধ্যে হাওয়া করে দিচ্ছিল ঘরের জিনিসপত্র। এনিয়ে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকায় অধিকাংশ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। অবশেষে চুরির অভিযোগে ওই দম্পতিকে হাতেনাতে ধরে ফেলেন এক বাড়িমালিক ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর রাস্তার খুঁটিতে ওই দম্পতিকে বেঁধে দেওয়া হয় গণপিটুনি।
শনিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছোয় পুরাতন মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে চুরির অভিযোগে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই মহিলাকে ছেড়ে দিলেও লব কর্মকার নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন- কাঁপানো বৃষ্টিতে এবার ধুয়ে যাবে দক্ষিণবঙ্গ! প্রবল দুর্যোগ কোন কোন জেলায়?
স্কুলপাড়া এলাকার বাসিন্দাদের বক্তব্য, ওই দম্পতি নেশায় আসক্ত । তবে তাদের পোশাক-পরিচ্ছদ দেখলে কখনই মনে হবে না যে এরা চুরির সঙ্গে যুক্ত রয়েছে। জিন্সের প্যান্ট, জামা পরে স্মার্ট লুকে কিছুদিন ধরে মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে এরা ঢুকে পড়তো। মহিলা বাড়িমালিককে কথার কৌশলে ব্যস্ত রাখত। সেই সুযোগে চোখের নিমেষে তাঁর স্বামী হাওয়া করে দিত সেই বাড়িতে থাকা মোবাইল ফোন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। এই ঘটনায় পুরাতন মালদা থানা ইতিমধ্যে কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে।
কিন্তু 'চোর' দম্পতিকে ধরতে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। অবশেষে শনিবার রাতে এক গৃহস্থের বাড়িতে বাড়ি ভাড়ার নাম করে ওই দম্পতি ঢুকে চুরির চেষ্টা চালালে তাদের হাতেনাতে ধরে ফেলা হয়। তারপরেই ক্ষিপ্ত জনতা ওই দম্পতিকে রাস্তার বিদ্যুতের খুঁটিতে বেঁধে জুতোপেটা করে বলে অভিযোগ।
স্কুলপাড়া এলাকার বাড়ির মালিক বিপ্লব হালদার বলেন, 'এর আগেও ওই দম্পতি আমার বাড়িতে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ঢুকেছিল। এরপর কৌশলে তারা মোবাইল, কাঁসার বাসন চুরি করে পালিয়ে যায়। এদিন রাতে ফের ওই দম্পতি আমার সঙ্গে এসে কথা বলতে শুরু করে। ওই মহিলার আচরণ দেখেই সন্দেহ হচ্ছিল। দু'জনেই নেশায় আসক্ত ছিল। কথা বলার মধ্যেই বাড়ির মোবাইল এবং কিছু বাসন চুরি করে পালাবার চেষ্টা করে ওরা। তখনই আমার চিৎকার ও চেঁচামেচিতে অন্যান্যরা ছুটে এসে দু'জনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তারা চুরির কথা স্বীকারও করে।'
আরও পড়ুন- Exclusive: খুল্লমখুল্লা কথায় পরপর বোমা ফাটালেন কৌস্তভ! ‘শেষ দেখে ছাড়ব’, বিস্ফোরক যুবনেতা
নেশার টাকা জোগাড়ের জন্যই ওই দম্পতি এভাবে যে কোনও বাড়িতে ঢুকে কৌশলে চুরি করছিল বলে অভিযোগ।
পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, স্কুলপাড়া এলাকার এক প্রান্তে লব কর্মকার নামে ওই যুবক ও তাঁর স্ত্রী থাকে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে তারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। সেই নেশার টাকার জোগাড়ের জন্যই হয়তো এই ধরনের চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।