Advertisment

Bhangar: কিছুতেই সারছে না প্রাণঘাতী 'রোগ'! এবার চোর সন্দেহে গণপিটুনির বলি প্রৌঢ়

Mob Lynching: গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের একাধিক জেলায় গণপিটুনির পরপর বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। শুধুমাত্র গুজবের জেরেই হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠছে একাংশের জনতা। তাঁদেরই রোষের বলি হতে হচ্ছে এই সমাজেরই কাউকে কাউকে। এখনও পর্যন্ত রাজ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে সন্দেহের বশে গণপিটুনির জেরে মৃত্যু হল ৫ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
mob lynching in bengal again south 24 parganas bhangar man died due to beating, ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যু

ভাঙড় থানা। ফাইল ছবি।

Bhangar Lynching: কিছুতেই সারছে না এই প্রাণঘাতী 'রোগ'। আবারও গণপিটুনির বলি হলেন এক ব্যক্তি। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তিকে। গত কয়েক সপ্তাহে গুজবের জেরেই গণপিটুনির একাধিক অভিযোগ সামনে এসেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তরফে নানাবিধ পদক্ষেপ করা হলেও তাতে যে বিশেষ লাভ হচ্ছে না ভাঙরের ঘটনা সেটাই প্রমাণ করল।

Advertisment

ঠিক কী ঘটেছে ভাঙরে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙর বাজার চত্বরে এক ব্যক্তিকে চোর সন্দেহে হঠাৎই বেধড়ক মারধর করতে শুরু করে স্থানীয় কয়েকজন। বেঁধে মারধর শুরু হয় ওই ব্যক্তিকে। ভরা বাজারে এই ধরনের ঘটনা ঘটলেও ওই ব্যক্তিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ।

উপর্যুপরি মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর মোল্লা। তাঁর বাড়ি ভাঙরের ফুলবাড়ী এলাকায়।

আরও পড়ুন- Mob Lynchings in Bengal: শিশু-মোবাইল চোর সন্দেহে পাশবিক হিংস্রতায় মৃত্যু-মিছিল! বাংলায় কীভাবে গড়াল গুজবের স্রোত?

মারধরের পর দীর্ঘক্ষণ ওই ব্যক্তি সেখানে পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। শেষমেশ, স্থানীয়দের কয়েকজনই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, কয়েক দিন ধরেই চুরির ঘটনা ঘটছিল ওই এলাকায়। এদিন চোর সন্দেহেই ওই ব্যক্তিকে মারধর শুরু করে কয়েকজন। তারই জেরে তাঁর মৃত্যু হয়।

Bhangar South 24 Pgs Mob Lynching
Advertisment