Bhangar Lynching: কিছুতেই সারছে না এই প্রাণঘাতী 'রোগ'। আবারও গণপিটুনির বলি হলেন এক ব্যক্তি। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তিকে। গত কয়েক সপ্তাহে গুজবের জেরেই গণপিটুনির একাধিক অভিযোগ সামনে এসেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের তরফে নানাবিধ পদক্ষেপ করা হলেও তাতে যে বিশেষ লাভ হচ্ছে না ভাঙরের ঘটনা সেটাই প্রমাণ করল।
ঠিক কী ঘটেছে ভাঙরে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙর বাজার চত্বরে এক ব্যক্তিকে চোর সন্দেহে হঠাৎই বেধড়ক মারধর করতে শুরু করে স্থানীয় কয়েকজন। বেঁধে মারধর শুরু হয় ওই ব্যক্তিকে। ভরা বাজারে এই ধরনের ঘটনা ঘটলেও ওই ব্যক্তিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ।
উপর্যুপরি মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর মোল্লা। তাঁর বাড়ি ভাঙরের ফুলবাড়ী এলাকায়।
আরও পড়ুন- Mob Lynchings in Bengal: শিশু-মোবাইল চোর সন্দেহে পাশবিক হিংস্রতায় মৃত্যু-মিছিল! বাংলায় কীভাবে গড়াল গুজবের স্রোত?
মারধরের পর দীর্ঘক্ষণ ওই ব্যক্তি সেখানে পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। শেষমেশ, স্থানীয়দের কয়েকজনই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, কয়েক দিন ধরেই চুরির ঘটনা ঘটছিল ওই এলাকায়। এদিন চোর সন্দেহেই ওই ব্যক্তিকে মারধর শুরু করে কয়েকজন। তারই জেরে তাঁর মৃত্যু হয়।