Advertisment

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই পুড়ল পুলিশ ফাঁড়ি

চিলাখানা এলাকায় ওই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মারুগঞ্জ পুলিশ ক্যাম্প আক্রমণ করে। ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনরোষে পুড়ল পুলিশ ক্যাম্প। একটি যাত্রীবাহী অটোতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় একজনের, আহত হন ছ'জন। এই ঘটনাকে ঘিরেই উত্তেজিতে জনতা আগুন লাগিয়ে দেয় পুলিশ ক্যাম্পে।

Advertisment

সোমবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কোচবিহারের তুফানগঞ্জ থানার অন্তর্গত মারুগঞ্জের চিলাখানা এলাকায় ওই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মারুগঞ্জ পুলিশ ক্যাম্প আক্রমণ করে। ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ক্রোধোন্মত্ত জনতা আটকে দেয় দমকল বাহিনীকেও। জনতাকে ছত্রভঙ্গ করতে নামে বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ফোর্স। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় কোচবিহার এম যে এন হাসপাতালে।

আরও পড়ুন: আছে গণধর্ষণের জ্বলন্ত প্রতিবাদ, নেই ক্ষুধার অন্ন

দীপঙ্কর বর্মণ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনার সূত্রপাত গাড়ি থামিয়ে "পুলিশের টাকা নেওয়া" থেকে। আজ সন্ধ্যার মুখে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকাবন্দী করে চলছিল গাড়ির চেকিং। এক্ষেত্রে সাধারণত গাড়ি চেক হলে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পুলিশ সিগনাল দিলে ঐ গাড়ি যেতে পারে। আজ এরকমই এক চেকিং-এর সময় একটি লরি বিনা সিগনালে দ্রুতগতিতে ব্যারিকেড পার হতে গিয়ে একটি অটোকে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, পুলিশকে যাতে টাকা দিতে না হয়, তাই তাড়াহুড়ো করছিল লরিটি।

আলমগীর হক নামে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, "রাতের অন্ধকারে ভালো করে ব্যারিকেড দেখা যায় না। ফলে রোজ দুর্ঘটনা লেগেই আছে। আমরা দীর্ঘদিন থেকে নাকাবন্দীর ব্যারিকেডে এল ই ডি লাগাতে বলেছি। পুলিশ আমাদের কথা শোনেই না।"

ঘটনায় কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানান, "অত্যন্ত দুঃখজনক ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।" প্রশ্ন ছিল, কী এমন ঘটল যে জনতা পুলিশ ক্যাম্পে আগুন দিল? উত্তরে তিনি জানান, "ঘটনাস্থলের পাশে রাস্তার ধারে বেশ কিছু বসার জায়গা আছে। অ্যাকসিডেন্ট দেখে রাগের বশে কেউ এই কাজ করে থাকতে পারেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"

accident north bengal
Advertisment