mobile network problem: মোবাইল নেটওয়ার্ক বুস্ট করার গোপন কৌশলটি জানেন তো? সেটিংস বদলানোর সঙ্গে সঙ্গেই পার্থক্য দেখুন!

mobile network problem:স্মার্টফোনে দুর্বল নেটওয়ার্ক নিয়ে অভিযোগ বিস্তর। দুর্বল নেটওয়ার্কের কারণে সমস্যার মুখে হাজার হাজার স্মার্টফোন ইউজার। কিন্তু সহজ কৌশলে সেটিংস বদলে আপনি মুহূর্তেই সমস্যা সমাধান করতে পারবেন।

mobile network problem:স্মার্টফোনে দুর্বল নেটওয়ার্ক নিয়ে অভিযোগ বিস্তর। দুর্বল নেটওয়ার্কের কারণে সমস্যার মুখে হাজার হাজার স্মার্টফোন ইউজার। কিন্তু সহজ কৌশলে সেটিংস বদলে আপনি মুহূর্তেই সমস্যা সমাধান করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
mobile network problem, boost mobile signal, weak signal fix, smartphone settings tips, change network mode, SIM slot trick, fake network booster apps, call drop issue, signal improvement trick, 4G 5G manual setting

মোবাইল নেটওয়ার্ক বুস্ট করার গোপন কৌশলটি জানেন তো? সেটিংস বদলানোর সঙ্গে সঙ্গেই পার্থক্য দেখুন!

Mobile Network Problem: মোবাইল নেটওয়ার্ক বুস্ট করার গোপন কৌশলটি জানেন তো? সেটিংস বদলানোর সঙ্গে সঙ্গেই পার্থক্য দেখুন! 

Advertisment

স্মার্টফোনে দুর্বল নেটওয়ার্ক নিয়ে অভিযোগ বিস্তর। দুর্বল নেটওয়ার্কের কারণে সমস্যার মুখে হাজার হাজার স্মার্টফোন ইউজার। কিন্তু সহজ কৌশলে সেটিংস বদলে আপনি মুহূর্তেই সমস্যা সমাধান করতে পারবেন। এরজন্য আপনাকে ডিভাইস সেটিংসে যেতে হবে। ম্যানুয়ালি নেটওয়ার্ক মোড নির্বাচন করুন। পাশাপাশি সিম স্লট বদল করে বা ভুয়ো অ্যাপ থেকে দূরে থেকে আপনি আপনার মোবাইল নেটওয়ার্ক বুস্ট করতে পারেন। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে ঘরের ভিতরে বা কোথাও ভ্রমণের সময় বেশি হয়। এই সহজ টিপসগুলির সাহায্যে আপনি নেটওয়ার্ক সমস্যাটির সমাধান করতে পারেন।  

স্মার্টফোন আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ডিভাইসটি আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে, কখনও কল ড্রপ এবং কখনও ধীর গতির ইন্টারনেট স্মার্টফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলে। মোবাইল ইউজারদের একটি সাধারণ সমস্যা হল জরুরি সময়ে নেটওয়ার্ক না আসা। 

Advertisment

এই সমস্যাটি বিশেষ করে যখন আপনি ঘরের ভিতরে থাকেন বা কোথাও ভ্রমণ করেন সেই সময় দেখা যায়। কিন্তু জানেন কী সহজ কিছু কৌশল অবলম্বন করেই আপনি আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক বুস্ট করতে পারেন। 
আসুন জেনে নেওয়া যাক কিভাবে...

১. নেটওয়ার্ক মোড ম্যানুয়ালি নির্বাচন করুন
অধিকাংশ ফোনে ডিফল্টভাবে ‘অটো মোড’ চালু থাকে, যেখানে আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক  3G, 4G ও 5G-র মধ্যে নিজে থেকে স্যুইচ করে। এতে মাঝেমধ্যেই নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে।

সমাধানঃ 

সেটিংস > সিম/নেটওয়ার্ক > Preferred  Network Type > কেবল 4G অথবা 5G নির্বাচন করুন। এতে ফোন একটি নির্দিষ্ট ও স্থিতিশীল নেটওয়ার্কে থাকবে, ফলে সিগন্যাল ড্রপের সম্ভাবনা কমবে।

২. সিম স্লট বদলান
যদি আপনার ফোনে ডুয়াল সিম সাপোর্ট থাকে, তাহলে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সেটি স্লট ১-এ দিন। বেশিরভাগ ফোনে প্রথম স্লটেই ভালো ব্যান্ড সাপোর্ট থাকে এবং দ্রুত ডেটা পরিষেবা পাওয়া যায়।

৩. ভুয়া ‘নেটওয়ার্ক বুস্টার’ অ্যাপ থেকে দূরে থাকুন
প্লে স্টোরে বহু অ্যাপ রয়েছে যারা দাবি করে আপনার ফোনের সিগন্যাল বুস্ট করবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এগুলোর বেশিরভাগই কাজের না। বরং RAM পরিষ্কার বা বিজ্ঞাপন দেখানো ছাড়া এদের কোনও বাস্তব উপকারিতা নেই। অনেক সময় এই অ্যাপ ডিভাইসকে আরও ধীর করে দিতে পারে। তাই এগুলো এড়িয়ে চলাই ভাল।

আজকের দিনে স্মার্টফোন শুধু যোগাযোগের নয়, কাজ, শিক্ষাও বিনোদনের সঙ্গী। তাই মোবাইল নেটওয়ার্ক যদি দুর্বল হয়, তবে জীবনযাত্রা ব্যাহত হতে বাধ্য। তবে এই কয়েকটি সহজ সেটিংস বদলে আপনি নিজেই নিজের ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারেন – তাও কোনও অতিরিক্ত খরচ ছাড়াই।

5G network